Gold Price today at Kolkata See Gold and Silver Rates

আরও সস্তা সোনা! আজ কলকাতায় সোনার দাম কত? দেখে নিন সোনা ও রুপার আজকের রেট

নিউজশর্ট ডেস্কঃ আর মাত্র ২৮ দিন বাকি বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো আসতে। ইতিমধ্যেই কেনাকাটি শুরু করে দিয়েছেন কমবেশি সকলেই। জামাকাপড়ের পাশাপাশি বিগত কয়েকদিনে সোনার দাম অনেকটা কমে যাওয়ায় স্বর্ণ ব্যবসায়ীদের দোকান ভিড় চোখে পড়ার মত। বিশেষজ্ঞদের মতে নভেম্বরেই সোনার দাম ৭৬ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। তাই এখন থেকেই সোনা কিনে রাখা ভালো মনে করছেন অনেকে। আপনি যদি আজ সোনা কিনতে চান তাহলে কথা খরচ হবে? চলুন দেখে নেওয়া যাক সোনা ও রুপার আজকের রেট।

আজ কলকাতায় সোনার রেট

আজ যদি ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ১ গ্রাম সোনার জন্য ৬৬৭৭ টাকা খরচ করতে হবে। সেই হিসাবে ১০ গ্রাম সোনার জন্য ৬৬ হাজার ৭৭০ টাকা ও ১০০ গ্রাম সোনার জন্য ৬ লক্ষ ৬৭ হাজার ৭০০ টাকা খরচ হবে। যদিও খুব বেশি দাম কমেনি, তবে গতকালের তুলনায় আজ একশো গ্রাম সোনা ৩০০ টাকা সস্তা হয়েছে।

২৪ ক্যারেট সোনার জন্য আপনাকে আজ ১ গ্রামের জন্য ৭২৮৪ টাকা দিতে হবে কলকাতায়। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৭২ হাজার ৮৪০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ২৮ হাজার ৭০০ টাকা লাগবে। একেত্রেও গতকালের তুলনায় দাম ৩০০ টাকা কমেছে।

তবে আপনি যদি সবচেয়ে সস্তায় সোনা কিনতে চান তাহলে আপনাকে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। যেটার ১ গ্রামের দাম পড়বে ৫৪৬৩ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনা পাওয়া যাবে মাত্র ৫৪ হাজার ৬৩০ টাকায়। আর ১০০ গ্রামের জন্য খরচ হবে ৫ লক্ষ ৪৬ হাজার ৬০০ টাকা।

আজ কলকাতায় রুপার রেট

সোনা ছাড়াও আজকাল রুপার গয়না বেশ ট্রেন্ডিং হয়েছে। সেলিব্রিটিরাও নিজেদের বিয়ের গয়নাই রুপোর সাজে ধরা দিচ্ছেন। তাই আপনি যদি রুপা কিনতে চান তাহলে আজ কলকাতায় ১০০ গ্রাম রুপার জন্য আপনাকে ৮৫০০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ আজ ৮৫০০০ টাকা কেজি রুপা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X