Gold Price Today See What is Gold and Silver Rates Today

এখন না নিলে পস্তাবেন পরে! কত হল কলকাতায় সোনার দাম? দেখুন সোনা-রুপার আজকের রেট

পার্থ মান্নাঃ এমাসের শুরু থেকেই সোনার দাম ছিল নিম্নমুখী (Gold Rates)। যার জেরে স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে ভিড় ছিল চোখে পড়ার মত। আসলে সামনেই উৎসবের মরশুম। তারপরেই আরম্ভ হবে বিয়ের মরশুম। এর উপরে বিশেষজ্ঞরা আগে থেকেই সতর্ক করেছেন যে নভেম্বর নাগাদ হু হু করে বাড়বে সোনার দাম। ইতিমধ্যেই তার ঝলক দেখা যাচ্ছে। কয়েক দিনে হুট্ করে অনেকটাই বেড়েছে দাম। তবে আজকে কিনতে চাইলে খরচ হবে কত? চলুন দেখে নেওয়া যাক আজ রবিবার কলকাতায় সোনা ও রুপার রেট চলছে কত?

আজ কলকাতায় সোনার দাম

আজ যদি আপনি ২২ ক্যারেট সোনা কেনার কথা ভেবে থাকেন তাহলে ১ গ্রামের জন্য আপনাকে ৬৯৬০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১ ভরী বা ১০ গ্রামের দাম পড়বে ৬৯ হাজার ৬০০ টাকা আর ১০০ গ্রামের জন্য ৬ লক্ষ ৯৬ হাজার টাকা লাগবে। তবে ২৪ ঘন্টায় দামের কোন পরিবতর্ন হয়নি।

তবে যদি আরও খাঁটি সোনা অর্থাৎ ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে আপনাকে ৭৫৯৩ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৭৫ হাজার ৯৩০ ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৫৯ হাজার ৩০০ টাকা লাগবে। এক্ষেত্রেও দামের কোনো পরিবর্তন করা হয়নি গত ২৪ ঘন্টায়।

অবশ্য কমদামে সোনাও কিনতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ১৮ ক্যারেট সোনা নিতে হবে। আজ কলকাতায় ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৫৬৯৫ টাকা অর্থাৎ ১ ভরী বা দশ গ্রামের দাম ৫৬ হাজার ৯৫০ টাকা। আর ১০০ গ্রামের জন্য ৫ লক্ষ ৬৯ হাজার ৫০০ টাকা লাগবে। গত ২৮ ঘন্টায় আঠেরো ক্যারেট সোনার দামেও কোনো ওঠা নাম হয়নি।

আজ কলকাতায় রুপার দাম

অত্যাধিক দাম বৃদ্ধি হওয়ার ক্রোন অনেকেই সোনা না কিনে রুপার গহনা কিনতে পছন্দ করছেন। তাই আপনিও যদি সোনার বদলে রুপার গহনা কিনতে চান তাহলে আপনাকে ১০ গ্রামের জন্য ৯৩০ টাকা, ১০০ গ্রামের জন্য ৯ হাজার ৩০০ টাকা ও ১ কেজির জন্য ৯৩,০০০ টাকা খরচ করতে হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X