মদ,শপিং মল,Liquor,Shopping Mall

Moumita

‘পাঁচতলা মল পুরোটাই মদ!’ সুরাপ্রেমীদের জন্য বড়ো খবর, খুব শীঘ্রই কলকাতায় চালু হতে চলেছে ‘মদিরা’র শপিং মল

এই দেশের হুইস্কি ভালো, ওই দেশের স্কচ, বহুতল মল এখন গোটাটাই মদ। এবার থেকে দেশ-বিদেশের সমস্ত ব্র্যান্ডের মদিরা পাবেন এক জায়গাতেই। সূত্রের খবর, আগামী বছরের মাঝামাঝি সময়েই এরকম একটা আস্তানা তৈরি হতে চলেছে নগর কলকাতার বুকে। হ্যাঁ, পানীয় লাভারদের জন্য এই খবর যে সত্যিই আনন্দের তা বলাই বাহুল্য।

   

সুরা মল কনসেপ্টটা ভারতে নতুন নয়। মুম্বাই বা বেঙ্গালুরুতে এই ধরণের মল আগে থেকেই আছে। এবার তালিকার নতুন সংযোজন কলকাতা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ কলকাতাতে তৈরি হবে এই মল। ইতিমধ্যেই কলকাতার এক সুরা ব্যবসায়ী এই নিয়ে নিজের প্রস্তাব পেশ করেছে আবগারি দফতরে। এবং সেই আলোচনা ‘ইতিবাচক’ বলেও জানা গিয়েছে।

এই প্রকল্প বাস্তবায়িত করা সম্ভব হলে এটিই হবে রাজ্য তথা পূর্ব ভারতের প্রথম সুরা মল। সূত্রের খবর, বেঙ্গালুরুর ‘টনিক’ মলের আদলেই তৈরি করা হবে কলকাতার এই মলটি। এবং এখানে শুধু ভারতীয় মদই নয়, দেশ বিদেশের সমস্ত নামিদামি ব্র্যান্ডের পৃথক পৃথক বিপণি রাখা হবে। ব্রিটেন থেকে শুরু করে তুরস্ক, অস্ট্রেলিয়া সব দেশের সেরা মদিরার কালেকশন থাকবে এখানে। পাশাপাশি প্রতিটি ফ্লোরেই থাকবে রেস্তোরাঁ।

ওই প্রস্তাব সম্পর্কে ওয়াকিবহাল এক আবগারি কর্তা জানিয়েছেন, ‘‘এই মল ঘুরতে যাওয়ার জন্যও ভাল হবে। যারা সুরাপান করেন তারাও যেমন মদের ‘উইন্ডো শপিং’ করতে পারবেন, তেমনই সুরা সংক্রান্ত প্রদর্শনীর ব্যবস্থাও থাকবে বলে প্রস্তাব এসেছে।’’

সূত্রের খবর, মদিরা মল তৈরির জন্য বেশ কিছু পরিবর্তনও আনা হয়েছে আবগারি বিধিতে। আর এই নতুন নিয়মের সৌজন্যেই শহরে এমন একটি অনন্য শপিং মল খোলার কথা ভাবা হচ্ছে। প্রাপ্ত খবর অনুযায়ী মধ্য কলকাতার এজেসি বোস রোডের উপর খোলা হবে মদিরার এই এক্সক্লুসিভ শপিং মল। তবে কারা এটি তৈরি করছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।