নিউজ শর্ট ডেস্ক: পয়লা ডিসেম্বর থেকেই বড়সড় সমস্যার মুখে পড়তে পারেন লক্ষ লক্ষ জিমেল এবং ইউটিউব (Gmail-Youtube) ব্যবহারকারীরা। সদ্য এমনই এক বড়সড় ঘোষণা করেছে টেক-জায়ান্ট সংস্থা Google। গত দুবছর ধরে কেউ যদি গুগল অ্যাকাউন্টে লগ ইন না করেন তবে সেই নিষ্ক্রিয় অ্যাকাউন্ট (Inactive Account) মুছে ফেলা হবে বলে জানিয়েছে গুগল।
আগামী দিনে গোটা বিশ্ব জুড়েই ইনঅ্যাক্টিভ একাউন্ট পলিসিতে এই বড়সড় বদল আনতে চলেছে গুগল। যদি কারও গুগল অ্যাকাউন্ট দুবছর ধরে লগইন করা না হয়ে থাকে তাহলে তা পয়লা ডিসেম্বরের মধ্যেই সেরে ফেলুন এই কাজ। তা না হলে ডিলিট হয়ে যেতে পারে গুগলের জিমেল, গুগল ডক্স বা ডকুমেন্ট, ড্রাইভ, মিট, ক্যালেন্ডার, ইউটিউব, গুগল ফটো- এর মধ্যে থাকা ডেটাগুলি।
এভাবেই লক্ষ লক্ষ জিমেল এবং ইউটিউব অ্যাকাউন্ট মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে গুগল। আসলে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য আরো বেশি সুরক্ষিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। তবে শুধুমাত্র গুগলের যে অ্যাকাউন্টগুলি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় শুধুমাত্র সেগুলিকেই মুছে ফেলা হবে বলে জানিয়েছে গুগল।
সংস্থার তরফে জানানো হয়েছে যে সমস্ত অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে সেগুলি সাইবার হানার জন্য খুবই বিপদজনক এবং ঝুঁকিপূর্ণ। সংস্থার মতে এই নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলিকে সহজেই নিশানা করতে পারে হ্যাকাররা। আর সেই ঝুঁকি এড়াতেই এবার অ্যাকাউন্টগুলি মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে গুগল।
আরও পড়ুন: Jio নাকি Airtel, অফুরন্ত ডেটা সহ OTT প্ল্যান, ২৯৬ টাকায় কে দিচ্ছে সবথেকে সেরা অফার?
তবে শুধুমাত্র ব্যক্তিগত নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি ডিলিট করা হবে। কিন্তু কোন সংস্থা, স্কুল বা প্রতিষ্ঠানের সাথে যুক্ত কোন অ্যাকাউন্ট ডিলিট করা হবে না। তবে কোনো অ্যাকাউন্ট ডিলিট করার আগে সেই গ্রাহকদের কাছে বেশ কয়েকবার নোটিফিকেশনে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
তবে কেউ চাইলে ওই নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলিকে আবার সক্রিয় করতে পারেন। তার জন্য প্রথমেই ওই অ্যাকাউন্ট থেকে মেইল পাঠাতে হবে। তারপর গুগল ড্রাইভ থাকলে সেটি ব্যবহার করতে হবে। আর ওই অ্যাকাউন্ট থেকে ইউটিউব খুলে বিভিন্ন ভিডিও দেখতে হবে। তাছাড়া গুগল অ্যাকাউন্টে লগইন করে গুগলের সার্চ অপশনে বিভিন্ন তথ্য অনুসন্ধান করে নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলিকে আবার সচল করা যাবে।