Arijit

এবার থেকে কন্যাসন্তান হলেই ১ লক্ষ টাকা দেবে সরকার, রইল বিস্তারিত

এই মুহূর্তে সমগ্র দেশজুড়ে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার এক সুন্দর প্রচেষ্টা চালাচ্ছে সরকার। বিভিন্ন খাতে মহিলাদের এগিয়ে দেওয়ার জন্য সরকারের তরফ থেকে নানা রকম সাহায্য করা হচ্ছে। বিশেষ করে মহিলাদের পড়াশোনার ওপর বেশি জোর দেওয়া হচ্ছে এবং কোন মেয়ের যাতে 18 বছরের আগে বিয়ে না হয়ে যায় সেদিকেও জোর দেওয়া হচ্ছে।

   

এবার মহিলাদের উন্নয়নের জন্য আরও একটি বড় পদক্ষেপ নিল সরকার। এমনই একটি বিশেষ প্রকল্পের নাম হল লাডলি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে কন্যা সন্তান এবং তাদের অভিভাবকদের আর্থিক সাহায্য দেওয়া হয়। তবে এক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলি মানা বাধ্যতামূলক।

একমাত্র দিল্লির হাসপাতালে জন্মগ্রহণ করা কন্যাসন্তানরাই এই প্রকল্পের আওতায় আসবে। দিল্লির হাসপাতালে যে সমস্ত কন্যাসন্তান জন্মগ্রহণ করছেন সরকার কর্তৃক 11,000 টাকা দেওয়া হয়। পাশাপাশি, দিল্লিতে কন্যা সন্তান জন্মালেই দেওয়া হয় 10,000 টাকা। 18 বছর হয়ে গেলে সেই টাকা ওই কন্যা নিজেই তুলতে পারবেন, তার আগে পরিবারের কেউ সেই টাকা নিতে পারবেন না।

প্রথম শ্রেণিতে ভর্তি হলেই পাওয়া যায় 5,000 টাকা। তারপরে ষষ্ঠ শ্রেণি, নবম শ্রেণি, দশম শ্রেণি এবং দ্বাদশ শ্রেণি প্রত্যেকটি ধাপেই 5,000 টাকা করে পায় ছাত্রীরা। তবে এই প্রকল্পের সুবিধা নিতে গেলে সেই কন্যার পিতা- মাতাকে দিল্লির তিন বছর স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার পরিবারের বার্ষিক আয় এক লক্ষ টাকার কম হতে হবে। দিল্লি শহরে কন্যা সন্তানের ভ্রূণ হত্যা রুখতেই এই পদক্ষেপ নিয়েছে সরকার।