Government Employees Holiday List during Puja Season 2024

শুরু থেকে শেষ ছুটিময় গোটা মাস! পুজোয় পোয়া বারো সরকারি কর্মীদের, দেখুন ছুটির তালিকা

পার্থ মান্নাঃ দেখতে দেখতে পুজো এসেই গেল বলা চলে। দূর্গাপুজো মানেই লম্বা ছুটি, প্যান্ডেল হপিং থেকে জমিয়ে খাওয়া দাওয়া। আর সরকারি কর্মচারী হলে তো আর কথাই নেই। ছুটির পর ছুটি পেতেই থাকবেন গোটা মাস জুড়ে। এবছর কবে কবে থাকবে ছুটি? চলুন দেখে নেওয়া যাক সেই সব দিনক্ষণগুলি।

সরকারি কর্মীদের পুজোর ছুটি

প্রাইভেট কোম্পানি বা অন্যত্র সপ্তমী বা অষ্টমী থেকে ছুটি শুরু হলেও সরকারি কর্মীদের চতুর্থী থেকেই শুরু পুজোর ছুটি। যেটা চলবে দুর্গাপুজো পেরিয়ে লক্ষীপুজো পর্যন্ত। অর্থাৎ ৭ই অক্টোবর বন্ধ হয়ে ১৮ ই অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সরকারি প্রতিষ্ঠানগুলি। অবশ্য এখানেই শেষ নয়! ক্যালেন্ডার অনুযায়ী ১৮ই অক্টোবর শুক্রবার, তাই কেন্দ্রীয় সরকারের কর্মী হলে তারপর শনি ও রবি আরও দুই দিনের এক্সট্রা ছুটি পাওয়া যাবে।

চতুর্থী থেকে দশমী পর্যন্ত ছুটির পালা মিটলে আসবে কোজাগরী লক্ষীপুজো। শাস্ত্রমতে ১৬ তারিখ লক্ষীপুজো। তবে এর সাথেই ১৭ ও ১৮ তারিখ দুই দিনের অতিরিক্ত ছুটি পাওয়া যাবে। ইতিমধ্যেই সেই ঘোষণা করা হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।

লক্ষীপূজোর শেষ হলেই শুরু হয় কালীপুজোর অপেক্ষা। আর কালীপুজো উপলক্ষে ৩১শে অক্টোবর বন্ধ থাকবে সমস্ত সরকারি প্রতিষ্ঠান থেকে স্কুল কলেজ। এরপরের দিন অর্থাৎ ১লা নভেম্বরেও ছুটি বলে ঘোষণা করা হয়েছে। তাই কালীপুজোয় দুই দিনের ছুটি পাওয়া যাবে বলা যেতেই পারে।

আরও পড়ুনঃ 4G ছাড়াই সস্তায় পুষ্টিকর, সবাইকে পিছনে ফেলে নতুন রেকর্ড গড়ল BSNL

কালীপুজোর ঠিক পরেই আসে ভাইফোঁটা। এই সময় বোনেরা ভাইয়েদের মঙ্গল কামনায় যমের দুয়ারে ফোঁটা দেয়। তবে এবছর ভ্রাতৃদ্বিতীয়া রবিবার হওয়ায় সেদিনের ছুটি মার যাবে সরকারি কর্মীদের। অবশ্য এতে আফসোসের কিছুই নেই কারণ ৪ঠা নভেম্বর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ৩ তারিখ থেকে ৪ তারিখ দুই দিনের ছুটি মিলবে। এই ছিল এবছরের পুজোর মরশুমে সরকারি কর্মীদের ছুটির তালিকা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X