দুর্দান্ত সুখবর: এই মাসেই পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকবে ১০ হাজার টাকা! কারা পাবে এই টাকা?

নিউজশর্ট ডেস্ক: রাজ্যের পড়ুয়াদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য নানারকমের উদ্যোগ গ্রহণ করছে পশ্চিমবঙ্গ সরকার(Government Of West Bengal)। এর আগেও পড়ুয়াদের জন্য নানা প্রকল্প গ্রহণ করা হয়েছিল। এই বছরেও সেটার অন্যথা হলো না। আজ শিক্ষক দিবসের দিন বিরাট পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার।

কি সেই পদক্ষেপ? এবার পড়ুয়াদের ১০,০০০ টাকা করে দেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেন এত টাকা দেবে রাজ্য সরকার? নিশ্চয়ই জানতে চান আপনি। তাহলে অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণটা পড়ে ফেলুন। ২০২১ সালে তরুণের স্বপ্ন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা সংস্কার প্রকল্প চালু হয়েছিল।

এই প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য হলো প্রযুক্তির সাথে পড়ুয়াদের পড়াশোনার সংযোগ স্থাপনের সহায়তা করা। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তাদের ফোন কেনার জন্য অ্যাকাউন্টে ১০ হাজার টাকা ঢুকতে চলেছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পড়ুয়াদের নিয়ে শিক্ষক দিবসের একটি অনুষ্ঠান করবেন। সেখানেই পড়ুয়াদের হাতে স্মার্টফোন বা ট্যাব কেনার অর্থ তুলে দেওয়া হবে।

এই প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার ট্যাবলেট, স্মার্টফোন কিংবা কম্পিউটার কেনার জন্য অর্থ প্রদান করে। অনলাইনে পড়াশোনা করতে পড়ুয়াদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়। পশ্চিমবঙ্গ সরকারের সরকার পরিচালিত স্কুল বা মাদ্রাসা স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারায় এই প্রকল্পের অধীনে ১০হাজার  টাকা আর্থিক অনুদান পাবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় প্রতি বছর দু’লক্ষ টাকার নিচে হতে হবে।

এটি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এককালীন অর্থ অনুদান হয়। যোগ্য পড়ুয়াদের সমস্ত তথ্য বিচার বিবেচনা করে পরে উল্লেখিত অর্থ প্রদান করা হবে। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় ৮ লক্ষ পড়ুয়ারা এই ট্যাবলেট, স্মার্টফোন বা কম্পিউটার কেনার সুবিধা পেয়েছে।

Avatar

Papiya Paul

X