Govinda

Moumita

লাগাতার হিট দিয়েও শুধুমাত্র এই একটা কারণে নষ্ট হয়ে গেছে ‘গোবিন্দা’র কেরিয়ার

এযাবৎ বহু তারকাই বলিউডে (Bollywood) নাম লিখিয়েছে, তবে গোবিন্দার (Govinda) জায়গা নিতে পেরেছে এমন কোনো নাম মাথায় আসছে কি? নেটিজেনদের মতে, গোবিন্দার জায়গা নিতে পেরেছে এমন তারকা এখনও আসেনি। ফিল্মি (Film) ব্যাকগ্রাউন্ড থেকে না এসেও যে উদাহরণ তিনি তৈরি করেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

   

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯০ থেকে ২০০০ এই সময়কালে টিভি থেকে পর্দা সব জায়গাতেই গোবিন্দার রাজত্ব চলত। একটা সময় এমনও ছিল যখন তার বাড়ির সামনে পরিচালকদের ভিড় লেগে থাকত। কারণ গোবিন্দা থাকা মানেই সিনেমা হিট। ৯০ এর দশকের এমন কোনো বড় পরিচালক বা প্রযোজক নেই যার সাথে তিনি কাজ করেননি।

অনেকে তো এটাও বলে থাকেন যে, গোবিন্দার প্রতিযোগিতা চলত বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে। নিজের প্রতিভা এবং পরিশ্রমের জোরে এই স্থান অর্জন করেছিলেন তিনি। তো কখনও কি মনে প্রশ্ন জেগেছে এই রকম একজন প্রতিভাবান অভিনেতা কেন সবার আড়ালে চলে গেলেন?

খুব কম মানুষই জানেন যে, একটা সময় ছিল যখন নির্মাতারা গোবিন্দাকে ছবি দেওয়া বন্ধ করে দিয়েছিল। অভিনেতার একটা ভুল তার পুরো কেরিয়ারে দাগ ফেলে দিয়েছিল। তার বন্ধু টিনুর কথায়, ‘গোবিন্দার কেরিয়ার নষ্ট হওয়ার পেছনে সে নিজেই দায়ী। সে পেশাদার নয়। এই কারণেই তার কেরিয়ার গ্রাফ নিচের দিকে যাচ্ছে‌।’

তার কথায়, অভিনেতা নাকি নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর গিয়ে পৌঁছাতেন। এই কারণে তাকে নাকি প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। যদিও এই বিষয়ে গোবিন্দার প্রতিক্রিয়া নাকি ভিন্ন ছিল। পাশাপাশি তিনি আরো বলেন, গোবিন্দা কেবলমাত্র মূখ্য ভূমিকায় অভিনয় করতে চেয়েছিলেন।

আর এই কারণেই নাকি অনেক পার্শ্ব চরিত্রের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন। এতেও ধীরে ধীরে চলচ্চিত্র থেকে ছিটকে পড়েন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য,’হিরো নং 1′, ‘রাজা বাবু’, ‘হাসিনা মান জায়েগি’, ‘বাদে মিয়া ছোটে মিয়া’, ‘দুলহে রাজা’, ‘হাম’, ‘পার্টনার’র মত সুপারহিট ছবিতে নিজের অভিনয়ের জাদু দেখিয়েছেন তিনি।