Samsung Galaxy S24 Ultra huge discount of Rs 35000

একধাক্কায় ৩৫,০০০ টাকা কমল Samsung S24 Ultra এর দাম! কিভাবে পাবেন? দেখে নিন ট্রিক

পার্থ মান্নাঃ আপনি যদি একজন টেক লাভার হন তাহলে নিশ্চই জানেন Samsung S24 Ultra হল এই বছরের সেরা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে অন্যতম। সবচেয়ে পাওয়ার ফুল স্মার্টফোনের মধ্যেও একটি S24 Ultra। সম্প্রতি ৩৫০০০ টাকা ডিসকাউন্টে কিনতে পাওয়া যাচ্ছে ১ লক্ষ ২৯ হাজার ৯৯৯ টাকা দামের এই ফোনটি। হ্যাঁ ঠিকই দেখছেন মাত্র ৯৫০০০ টাকায় কিনে নিতে পারেন Samsung Galaxy S24 Ultra। কিভাবে চলুন দেখে নেওয়া যাক।

Samsung S24 Ultra তে অবিশ্বাস্য ডিসকাউন্ট

জানুয়ারি ২০২৪ এ লঞ্চ হওয়া S24 Ultra এর দাম ছিল ১ লক্ষ ৩০ হাজারের কাছাকাছি। তবে সেটাই বর্তমানে মারাত্বক ডিস্কাউন্টে কিনতে পাওয়া যাচ্ছে। 12GB Ram ও 256GB স্টোরেজের এই ফোনটির টাইটেনিয়াম ইয়োলো ও টাইটেনিয়াম ভায়োলেট কালার ১,২১,৯৯৯ টাকা ও ১,০১,৬৯৯ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে।

তবে এখানেই শেষ নয়, আরও ১০০০ টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যাবে যদি আপনার কাছে ICICI Bank, Axis Bank, IDFC Bank এর ক্রেডিট কার্ড থাকে। সেক্ষেত্রে আরও বেশি স্টোরেজের মডেলটিকে বেছে নেওয়া যাবে সস্তায়।

কিভাবে বিশাল ছাড় পাওয়া যাবে S24 Ultra কেনার সময়?

আপনি যদি সোজা আমাজনে গিয়ে যদি সার্চ করেন তাহলে এই অফার নাও পেতে পারেন। তাই অফার পেতে চাইলে সোজা গুগুলে গিয়ে Samsung Galaxy S24 Ultra সার্চ করুন। তাহলেই অফারটা পেয়ে যাবেন। তারপর যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে তো আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন।

Samsung Galaxy S24 Ultra এর ফিচার্স

১। আপনি যদি এই ফোনটি নেন তাহলে এর ফিচার্স সম্পর্কে জেনে রাখা উচিত। নিচে এই ফোনটির ফিচার্স সম্পর্কে জানানো হল।

২। 200MP এর প্রাইমারি ক্যামেরা, সাথে 50MP পেরিস্কোপিক লেন্স, 10MP এর টেলিফটো লেন্স ও 12MP আল্ট্রা ওয়াইড লেন্স। এর সাথে সামনে থাকছে 12MP এর হয় কোয়ালিটি ফ্রন্ট ক্যামেরা।

৩। ফোনটির ডিসপ্লে হল 6.8Inch Amoled QHD+, যার পিক ব্রাইটনেস ২৫০০ নিটস। যার ফলে রোদের মধ্যেও দিব্যি স্ক্রিনের সব দেখতে পাবেন।

৪। S24 Ultra তে থাকছে পাওয়ারফুল Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর। আর সেটাকে পাওয়ার দেওয়ার জন্য ৫০০০ এমএএইচের বড় ব্যাটারি। যেটাকে চার্জ দেওয়ার ওজনই ৪৫ ওয়াট চার্জার সাপোর্ট থাকবে। তবে ফোনের সাথে চার্জার দেওয়া হবে না।

সব মিলিয়ে আপনার যদি একটি বেস্ট স্মার্টফোন কেনার ইচ্ছা থাকে যেটা গেমিং থেকে মাল্টি টাস্কিং সবই করতে পারবে। তাছাড়া একবার ফোনটি কিনে নিলে আগামী ৫ বছরের জন্য সিকিউরিটি আপডেটও পাওয়া যায়।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X