স্টার জলসার অন্যতম চর্চিত ধারাবাহিক ‘গুড্ডি’ নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চার শেষ নেই। একটার পর একটা আলোচনা চলতেই থাকে। আসলে সিরিয়ালের নায়ক অনুজ যেভাবে ঘেঁটে আছে তাতে করে চর্চা হওয়ারই কথা। তবে এবার যে খবর এসেছে তা সত্যিই চমকে যাওয়ার মত।
আসলে মাঝে কিছুদিন গল্প জমে উঠলেও এখন আবার সেই পুরোনো জায়গাতেই ফিরে এসেছে ‘গুড্ডি’ সিরিয়ালের গল্প। আগের মতোই বিয়ে-অ্যাক্সিডেন্ট আর হাসপাতালের ট্র্যাকে চলে এসেছে সিরিয়ালটি। সর্বপরি এক জিনিস দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে দর্শকমহল।
তবে এর মাঝেই এসেছে নতুন মোড়। যারা নিয়মিত ধারাবাহিকটি ফলো করছেন তারা তো জানেনই যে, হাসপাতাল থেকেই অনুজ জানায় সে শিরিনের থেকে মুক্তি চায়। এদিকে শিরিন বার বার বলে চলে, সে চাইলেও কোনোভাবেই অনুজকে মুক্তি দিতে পারবেনা।
শিরিনের মুখে এটা শুনে বেশ খানিকটা অবাকই হয়ে যায় সবাই। কেন একটা অসুস্থ সম্পর্ককে শিরিন টেনে নিয়ে যেতে চায়? সবাই মিলে এই প্রশ্ন করলে শিরিন জানায় সে অনুজের সন্তানের মা হতে চলেছে। আর এখানে গিয়েই ঘেঁটে ঘ হয়ে গিয়েছে দর্শকদের মাথা।
কারণ অনেকেই ভাবছিলেন যে, এবার হয়ত গুড্ডি আর অনুজের এক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শিরিনের মুখে এই খবর শোনার পর সেই গুড়ে বালি। কারণ নিজের সন্তানকে ফেলে দিয়ে অনুজ আর গুড্ডির কাছে যেতে পারবেনা। আর এসবের মাঝেই সামনে এসেছে আরো একটি নতুন ছবি।
সম্প্রতি ‘গুড্ডি’র সেট থেকে একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে সবাই মিলে বসে কেক কাটছে, আর গুড্ডির মাথা ভর্তি সিঁদুর। ভাইরাল এই ছবিটি দেখে অনেকেই মনে করছেন যে, খুব সম্ভবত গুড্ডি আর যুধাজিৎ-র বিয়েটাও হয়ে যাবে। এরপরের ঘটনা সম্পর্কে আপডেট পেতে চোখ রাখুন আমাদের পোর্টাল Newzshort.com এ।