Arijit

দীর্ঘদিন বঞ্চিত থাকার পর অবশেষে ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

সমস্ত ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিং। দীর্ঘদিন ধরে ভারতীয় দলের বাইরে থাকার পর অবশেষে সমস্ত ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বে ভারতীয় দলে অভিষেক ঘটেছিল হরভজন সিংয়ের। আবার সেই সৌরভ গাঙ্গুলী বিসিসিআইয়ের প্রেসিডেন্ট থাকাকালীন তিনি ক্রিকেটকে বিদায় জানালেন।

   

ক্রিকেটের সঙ্গে দীর্ঘ 23 বছরের সম্পর্ক ছিন্ন করলেন হরভজন সিং। আজ দুপুরে টুইট করে নিজের অবসরের কথা নিজেই জানিয়েছেন হরভজন সিং। পাশাপাশি ইউটিউবে একটি ভিডিও করেও হরভজন নিজের অবসরের কথা জানিয়েছেন।

টুইট করে হরভজন সিং লিখেছেন, ‘ভারতের জার্সি পরে যখনই খেলতে নেমেছি, তার থেকে বড় অনুপ্রেরণা আর ছিল না। কিন্তু, একটা সময় আসে যখন জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সব ভাল জিনিসই একদিন শেষ হয়। আজ আমি এমন একটা খেলাকে বিদায় জানাচ্ছি যা আমার জীবনে সব কিছু দিয়েছে। 23 বছরের এই লম্বা যাত্রা যারা সুন্দর এবং স্মরণীয় করে রেখেছেন, তাঁদের প্রত্যেককে অনেক ধন্যবাদ।’

1998 সালে সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বে বাঙ্গালোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় তাঁর। তার কয়েকদিন পর ওয়ানডে ক্রিকেটে তার অভিষেক ঘটে। আর তারপর থেকে এই দুটি ফরমেটে ভারতীয় দলের জার্সি গায়ে নিয়মিত সদস্য হয়ে ওঠেন হরভজন সিং। অনিল কুম্বলের পরবর্তী যুগে ভারতীয় স্পিনের অন্যতম সেরা ক্রিকেটার হয়ে ওঠেন হরভজন সিং। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘদিন খেলেছেন, তারপর চেন্নাই সুপার কিংস এবং শেষ করলেন কলকাতা নাইট রাইডার্স জার্সি গায়ে।