এবার আইপিএলে নতুন দল হিসেবে যোগদান করেছে গুজরাট টাইটান্স। দলের অধিনায়ক করা হয়েছে ভারতের তারকা অলরাউন্ডার তথা মুম্বাই ইন্ডিয়ান্স এর প্রাপ্তন চ্যাম্পিয়ন ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে। নতুন দল হিসেবে খেলতে নেমে প্রথমবারেই আইপিএল ফাইনালে উঠে গিয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।
গতকাল ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়েলসকে হারিয়ে ফাইনালে উঠেছে গুজরাট টাইটান্স। নতুন দল নিয়ে প্রথম বারেই আইপিএলের ফাইনালের উঠে উচ্ছ্বসিত গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ইডেনে রাজস্থান রয়্যালসকে হারানোর পর সতীর্থদেরও প্রশংসা করেছেন তিনি।
এইদিন ফাইনালে ওঠার পর হার্দিক বলেছেন, ‘‘দল নিয়ে আমি খুব গর্বিত। ২৩ জন খেলোয়াড়। সকলে আলাদা ব্যক্তিত্ব। সকলেই নানা পরামর্শ দিয়েছে। ডেভিড মিলার, রশিদ খানদের সঙ্গে এ নিয়ে একাধিক বার কথা হয়েছে। আমাদের দলে সকলেই দুর্দান্ত মানুষ। যারা প্রথম একাদশের বাইরে থেকেছে, তারাও সব সময় সকলের সাফল্য চেয়েছে।’’