Arijit

পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে আইসিসি ক্রমতালিকায় বড় লাফ হার্দিকের

চোটের কারণে দীর্ঘ দিন খেলার বাইরে ছিলেন হার্দিক। কিন্তু চোট সারিয়ে ফেরার পর থেকে দারুণ ফর্মে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার। হার্দিকের অধিনায়কত্বে আইপিএল জিতেছে গুজরাত টাইটান্স। ভারতের হয়েও ব্যাটে- বলে রোহিত শর্মাকে ভরসা দিচ্ছেন এই ডান হাতি অলরাউন্ডার।

   

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভাল খেলার পুরস্কার পেলেন হার্দিক পাণ্ড্য। টি-টোয়েন্টিতে আইসিসি-র অলরাউন্ডারদের তালিকায় আট ধাপ উঠলেন তিনি। আইসিসি যে নতুন তালিকা প্রকাশ করেছে সেখানে পঞ্চম স্থানে রয়েছেন হার্দিক। তাঁর পয়েন্ট ১৬৭। কেরিয়ারে এই প্রথম আইসিসি-র অলরাউন্ডারদের তালিকায় এত উপরে উঠলেন তিনি।

আইসিসি-র অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি। তার পয়েন্ট ২৫৭। দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। তার পয়েন্ট ২৪৫। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের মইন আলি ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। মইন ও ম্যাক্সওয়েলের পয়েন্ট যথাক্রমে ২২১ ও ১৮৩।