Arijit

ভারত অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জয়, নতুন ইনিংস শুরু অধিনায়ক হার্দিকের

এবার আইপিএলে প্রথমবার অধিনায়কত্ব করছিলেন হার্দিক পান্ডিয়া। আর প্রথমবার অধিনায়কের দায়িত্ব নিয়েই নতুন ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন হার্দিক পান্ডিয়া। যার সুবাদে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বও পেয়েছেন হার্দিক পান্ডিয়া।

   

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় দল। এই ম্যাচে বিরাট কোহলি, রোহিত শর্মা সহ ভারতের প্রথম সারির বেশিরভাগ ক্রিকেটারই নেই। তারা সকলেই এই মুহূর্তে ইংল্যান্ডে গিয়েছে টেস্ট সিরিজ খেলতে। যার ফলে এই সিরিজে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় হার্দিক পান্ডিয়ার কাধে।

ভারত অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই দারুণ সফল হার্দিক পান্ডিয়া। এইদিন ম্যাচ শুরু হওয়ার আগে বেশ কয়েক ঘন্টা বৃষ্টি হয়। যার কারণে কুড়ি ওভারের পরিবর্তে বারো ওভারের ম্যাচ হয়। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে টসে জেতা খুবই গুরুত্বপূর্ণ। ছিল আর এই গুরুত্বপূর্ণ সময়ে ভাগ্য সঙ্গ দিল হার্দিক পান্ডিয়ার। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঋষভ পন্থ অধিনায়ক হিসাবে বার বার টস হারছিলেন। সেখানে প্রথম ম্যাচেই টসে জিতলেন হার্দিক, সেই সঙ্গে ম্যাচও জিতলেন।