সিরিজ জিতে এই দুই ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক হার্দিক পান্ডিয়া

মঙ্গলবার টিটোয়েন্টি সিরিজের দ্বিতীয় তথা শেষ টিটোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং আয়ারল্যান্ড। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

প্রথমে ব্যাটিং করে দীপক হুডা এবং সঞ্জু স্যামসনের ব্যাটে ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 225 রানের বিশাল স্কোর খাড়া করে ভারত। এই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেন দীপক হুডা। এটাই তার টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। চতুর্থ ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন দীপক হুডা।

এইদিন বল হাতে নজর কাড়লেন তরুণ স্পিডস্টার উমরান মালিক। 4 ওভারে 41 রান দিলেও তার বোলিং প্রশংসা কুড়িয়ে নিয়েছে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। এইদিন একটি উইকেট পেয়েছেন উমরান মালিক।
ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়া বলেন, ‘‘আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। আয়ারল্যান্ড যে ওদের সর্বশক্তি দিয়ে জয়ের জন্য ঝাঁপাবে তা জানতাম। ওদের কৃতিত্ব দিতেই হবে। দারুণ শট খেলেছে ওরা। আমাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য। দীপক হুডা খুব ভাল ব্যাট করেছে। উমরান ভাল বল করেছে। আমি ওদের জন্যও খুশি।’’

Avatar

Koushik Dutta

X