Arijit

উমরানের মতো গতি নেই, তার পরেও কীভাবে সফল! জানালেন হর্ষল

বেশ কয়েকটি মরসুমে আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি গায়ে দুর্দান্ত পারফরম্যান্স করার নিরিখে সরাসরি ভারতীয় দলে সুযোগ পেয়েছেন হর্ষল প্যাটেল। ভারতীয় দলে সুযোগ পেয়েও নিজের সেরাটাই দিচ্ছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের জার্সি গায়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন হর্ষল প্যাটেল।

   

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে চার উইকেট নিয়েছেন হর্ষল। বাকি দুই ম্যাচেও তাঁর বোলিংয়ের দিকে তাকিয়ে ঋষভ পন্থরা। হর্ষল প্যাটেলের বলের গতি খুব একটা বেশি নয়। উমরান মালিকের মত অত জোরে বোলিং করতে পারেন না তিনি। তার সত্বেও কি ভাবে তিনি এ সাফল্য পাচ্ছেন?

চতুর্থ টিটোয়েন্টি ম্যাচে নামার আগে হর্ষল প্যাটেল বলেন, ‘‘আমি উমরানের মতো গতিতে বল করতে পারব না। তাই গতি নিয়ে বেশি চিন্তা করি না। আমার সীমাবদ্ধতার মধ্যে যতটা পারি বৈচিত্র রাখার চেষ্টা করি। বলের লাইন, লেংথ ও গতিতে বদল আমার সেরা অস্ত্র। সে দিকেই নজর দিই।’’