নিউজ শর্ট ডেস্ক: প্রচন্ড গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় সকলেরই। তাই এই গরম থেকে ক্ষণিকের স্বস্তি পেতে এখন সকলেরই ভরসা বিভিন্ন বৈদ্যুতিক ফ্যান (Fan) কিংবা এসি-কুলার। তবে এসি কিংবা কুলারে চালালে একদিকে যেমন বিদ্যুতের বিল বেশি আসে তেমনি এই সমস্ত ইলেকট্রিক জিনিস কেনাও যথেষ্ট ব্যয়বহুল হয়ে থাকে। তাই এক্ষেত্রে অধিকাংশ মানুষই বিকল্প উপায় খুঁজে থাকেন।
যা এই প্রচন্ড গরমেও স্বস্তি দেবে আরও খরচও হবে কম। আজ তাদেরই জানাবো এমন একটি ফ্যান সম্পর্কে যা গরম কমিয়ে দ্রুত ঠান্ডা করে তুলবে ঘর। সেইসাথে এতে রয়েছে এক গুচ্ছ স্মার্ট ফিচার্স। কোম্পানির দাবি এই ফ্যান নাকি এক ধাক্কায় ঘরের ১২ ডিগ্রি তাপমাত্রা কমিয়ে দিতে পারে। রিমোট কন্ট্রোল (Remote Control) এই ফ্যানের নাম ওরিয়েন্ট ক্লাউড ৩।
কোম্পানির দাবি এই ফ্যান হাই স্পিডে চললেও এর থেকে নাকি কোনো শব্দ পাওয়া যায় না। এখনকার স্মার্ট ফ্যানের (Smart Fan) বাজারে এই রিমোট কন্ট্রোল ফ্যানটি ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। রিমোট দিয়েই এই ফ্যানটি অন-অফ করা যায় এবং স্পিড-ও কমানো-বাড়ানো যায়।
শুধু তাই নয় কোম্পানির তরফে জানানো হয়েছে ঘরের যে কোন প্রান্তে বসেই এই ফ্যানটি রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি এই ফ্যানের কুলিং-ও নাকি বেশ ভালো। সেই সাথে জোর দেওয়া হয়েছে ফ্যানের আকর্ষণীয় ডিজাইনের উপরেও।
আরও পড়ুন: দুধ বিক্রি করেই আজ লাখপতি! শুধুমাত্র এইভাবে ব্যবসা করলেই ফুলে ফেঁপে উঠবে লক্ষ্মী ভান্ডার
দারুন পোর্টেবল এই ফ্যানটি ঘরের এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে নিয়ে যাওয়া যায়। এই ফ্যানটি ক্যারি করার জন্যও দেওয়া হয়েছে আলাদা হ্যান্ডেল। এই ফ্যানের রয়েছে ৪.৫ লিটার ওয়াটার স্টোরেজের ব্যবস্থা। যা মোট ৮ ঘণ্টা পর্যন্ত কুলিং করতে পারবে। ঘরের কুলিং বাড়াতেও কাজে আসতে পারে এই ওয়াটার স্টোরেজ।
এতে মোট তিন ধরনের স্পিড পাওয়া যাবে। পরিস্থিতি আর কুলিং অনুযায়ী এই স্পিড সেট করা যাবে। এখানেই শেষ নয় এছাড়াও এতে রয়েছে ইনবিল্ড ফ্রেগন্যান্স চেম্বার যা ঘর ঠান্ডা করার পাশাপাশি সুগন্ধিও ছড়িয়ে দেয়। এছাড়াও এই ফ্যানটি ৩০ ডিগ্রি অসকিলেশন এবং ১০ ডিগ্রি টিল্ট আপ করা করা যায়। এবার আসা যাক এই ফ্যানের দামে। ওরিয়েন্টের এই ফ্যান কিনতে গেলে খরচ করতে হবে ১২,২৪৯ টাকা। যদিও এর এমআরপি রয়েছে ১৫,৯৯৯ টাকা।