Story

Moumita

মাত্র ১৯-এ কয়েকশো কোটির মালিক, ২২ বছরে অবসর! হেইডেন বোলসের সাফল্যের কাহিনী অনুপ্রাণিত করবে আপনাকে

সাফল্য, এটি বহু একাগ্রতা পরিশ্রম এবং বিনিদ্র রাতের ফসল। জীবনে সাফল্য পেতে গেলে কঠোর অধ্যবসায় এবং একাগ্রতার প্রয়োজন হয়। আর সেজন্য সময়ও লেগে যায় বেশ খানিকটা। বস্তুত সাধারণ মানুষ তাদের ৩০ থেকে মধ্য চল্লিশের মধ্যে সাফল্য লাভ করতে পারে। কিন্ত আজ এমন একজনের কথা বলতে চলেছি তিনি একেবারেই অনন্য। সাফল্যের গল্পে আজ এমন এক যুবকের উপাখ্যান নিয়ে হাজির হয়েছি যেখানে ২২ বছরের যুবকের কর্মকাণ্ডে অবাক গোটা বিশ্ব(World )!

   

আজকে যাকে নিয়ে বলতে চলেছি তার নাম হেইডেন বোলস। ধূমকেতুর মতোই তার আবির্ভাব। সদ্যই ২২টা বসন্ত কেটেছে তার, আর তারই মধ্যে কিনা অবসর গ্রহণের ঘোষণা করলেন তিনি! সদ্য যুবা হেইডেন বোলসের সিদ্ধান্তে চকিত গোটা বিশ্ব। এত অল্প বয়সেই কোটিপতি হয়েছেন যা সাধারণের। কল্পনার বাইরে।

মাত্র ১১-১২ বছর বয়সেই হেইডেন বুঝে যান অর্থের গুরুত্ব। তিনি তখন পড়াশোনা ছেড়ে শুরু করেন নিজের উপার্জন! এবং অবাক করার মতো বিষয় যে, মাত্র ১৭ বছর বয়সেই তিনি অর্থ উপার্জন করতে শুরু করেন। আর মাত্র ১৮ বছরে বিশ্বরেকর্ড গড়েন তিনি। কিনে ফেলেন আস্ত একখানা ল্যাম্বরগিনি! তখনই তিনি সংবাদ শিরোনামে আসেন।

বর্তমানে তিনি আবারো খবরে রয়েছেন কারণ মাত্র ২২ বছর বয়সেই হেইডেন নিজের অবসর ঘোষণা করেছেন। এই বয়সে বেশিরভাগ মানুষ নিজের কেরিয়ার শুরু করতেই পারেননা, আর হেইডেন কেরিয়ার শেষ করছেন। তবে এখানে জানিয়ে রাখি, সোনার চামচ মুখে দিয়ে জন্ম হয়নি তার। তার টাকার প্রতি রোখ জন্মায় যখন তিনি একটা বস্তু কেনার সিদ্ধান্ত নেন এবং সেটি কেনার মতো টাকা থাকেনি তার কাছে।

হেইডেনের বর্তমানে বিরাট বড় রিয়েল এস্টেট পোর্টফোলিও রয়েছে। সাথে কীভাবে সফল হতে হয় সেই নিয়ে অনলাইনে প্রশিক্ষণও দিচ্ছেন তিনি। টিকটক অ্যাড ব্লুপ্রিন্ট এবং পারফরম্যান্স ড্রপশিপিং সম্পর্কে শেখান মানুষকে। তিনি নিজেও এই করে বহু টাকা রোজগার করে নিয়েছেন। কিন্তু এত কম বয়সে অবসর নিয়ে টাকা উপার্জন করবেন কীভাবে?

আসলে তিনি রিয়েল এস্টেটের কাজ করে যে অর্থ উপার্জন করেছেন তার ভিত্তিতেই তিনি অবসর নিচ্ছেন। এছাড়াও অন্যান্য ব্যবসা থেকেও যা উপার্জন করেছেন তা তার জীবনযাত্রা পরিচালনার জন্য যথেষ্ট। বেশী। তবে হেইডেন একটি কোর্স শুরু করেছেন যেখানে তিনি নিজের একটি নিয়ম সম্পর্কে অনেক কথাই বলেছেন। তিনি উল্লেখ করেন কিভাবে আপনি যদি নিজের আয়ের 20% বাঁচতে পারেন। কিন্তু মাথায় রাখবেন Hayden Bowles এর EcoSeason কোর্সটির মূল্য 575 ডলার, ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় 47,000 টাকাতে।