ভ্রমণ,ভারত,খরচ,লুংলেই,জিভি,নামচি,Travel,India,Budget,Lunglei,Jivi,Namchi

Moumita

ভুলে যান দার্জিলিং, সাধ্যের মধ্যে ঘুরে আসুন এই পাঁচটি জায়গা, একবার গেলে হারিয়ে ফেলবেন নিজেকে

আর মাত্র কয়েকটা দিন, আর তারপরেই বড়দিনের লম্বা ছুটি। এমতাবস্থায় সকলেই বাজেট ফ্রেন্ডলি জায়গা খুঁজে থাকেন যেখান থেকে কয়েকটা দিনের জন্য পোঁটলা পুঁটুলি নিয়ে বেরিয়ে পড়া যায়। কারণ মানুষের কর্ম ব্যাস্ত জীবনে ভ্রমণ একমাত্র উপযোগী বিনোদন। তাই সময় পেলেই মাথার চাপ কমানোর জন্য ভ্রমণে বেরিয়ে পড়া উচিতও বটে।

   

আর এই কারণেই বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। তবে বললেই তো আর বেরিয়ে পড়া যায়না। পুজোর মরশুমে খরচ সামলে বেড়ানোর বাজেট কুলোবে তো? সে কথা ভেবেই এখানে আপনাদের জন্য এমন কয়েকটি গন্তব্যের হদিস রইল, যেখানে আপনি হাজার দশেক টাকার মধ্যে ঘুরে আসতে পারেন।

১. নামচি : সিকিমের দক্ষিণ ভাগে অবস্থিত এই জায়গাটি দেখে মুগ্ধ হবেনা এমন মানুষ বিরল। কাঞ্চনজঙ্ঘা-সহ অন্যান্য তুষারশৃঙ্গের দৃশ্য দেখতে ঘুরে আসুন নামচি। এছাড়াও এখানে রয়েছে সামদ্রুপচে, রক গার্ডেনের মতো মনোরম জায়গা।

ভ্রমণ,ভারত,খরচ,লুংলেই,জিভি,নামচি,Travel,India,Budget,Lunglei,Jivi,Namchi

২. কসোল : ভারত ছাড়িয়ে গোটা বিশ্বের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে হিমাচলপ্রদেশের কুল্লু জেলার এই ছোট্ট শহরটি। পার্বতী নদীর উপত্যকায় অবস্থিত ছোট্ট একটি জনপদ কসোল। নদী এবং পর্বতের অপূর্ব মেলবন্ধন দেখতে চাইলে কসোল হল আদর্শ জায়গা। প্রতিদিন ১০০০-১২০০ টাকার মতো খরচ হবে এখানে।

ভ্রমণ,ভারত,খরচ,লুংলেই,জিভি,নামচি,Travel,India,Budget,Lunglei,Jivi,Namchi

৩. পুদুচেরি : সমুদ্র সৈকত, চার্চ এবং দূর্দান্ত সব রেস্তরাঁ রয়েছে এখানে। আসলে এই জায়গার বিশেষ আকর্ষণ হল এখানকার ফরাসি টাচ। ১৯৫৪ সাল পর্যন্ত পুদুচেরি ছিল ফরাসি উপনিবেশ থাকায় আজও সেই ছোঁয়া রয়েই গিয়েছে। তাই দেশের মধ্যেই একটু অন্য অ্যাডভেঞ্চার চাইলে এই জায়গা থেকে ঘুরে আসতেই পারেন।

ভ্রমণ,ভারত,খরচ,লুংলেই,জিভি,নামচি,Travel,India,Budget,Lunglei,Jivi,Namchi

৪. লুংলেই : মিজোরামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তারই মধ্যে অন্যতম হল লুংলেই। পাহাড়ি সৌন্দর্য, মনোরম আবহাওয়া আর মন মাতানো পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। এখানে প্রায় ৪-৭ হাজার টাকার মধ্যেই থাকা খাওয়া এবং ঘোরা হয়ে যাবে।

ভ্রমণ,ভারত,খরচ,লুংলেই,জিভি,নামচি,Travel,India,Budget,Lunglei,Jivi,Namchi

৫. জিভি : জিভি নামেও কোন পর্যটন কেন্দ্র আছে এই কথা খুব কম মানুষই জানেন। সিমলা থেকে দেড়শো কিলোমিটার দূরে অবস্থিত জিভির মূল আকর্ষণ গহীন অরণ্য ও জিভি জলপ্রপাত। ট্রেকিং বা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য আদর্শ জায়গা হতে পারে এটি। এখান থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত সেরলসার লেক। খরচও মধ্যবিত্তের নাগালের মধ্যেই।