Polluted City

Polluted City: সবথেকে দূষিত শহরের তালিকায় ফার্স্ট পাটনা, রয়েছে বাংলার এই তিন শহরও, কলকাতা কত নম্বরে?

নিউজশর্ট ডেস্ক: সম্প্রতি বিশ্বের দূষিত অঞ্চল সহ ভারতের সবথেকে দূষিত অঞ্চল সম্পর্কে রিপোর্ট সামনে এসেছে। যেখানে জানা গিয়েছে যে বিশ্বের সবথেকে দূষিত জায়গা(Polluted Area) নাকি ইন্দো-গাঙ্গেয় সমভূমি। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি এন্ড ক্লিন এয়ার সমীক্ষা থেকে জানা গিয়েছে যে ২০২৪ সালের এপ্রিল মাসে ইন্দো-গাঙ্গেয় সমভূমির ২০ মিলিয়নের বেশি শহরের তালিকায় PM 2.5 ঘনত্বের ক্ষেত্রে ১২ নম্বর স্থানে জায়গা হয়েছে কলকাতার।

আর দ্বিতীয় স্থানে জায়গা হয়েছে আসানসোল এবং চতুর্থ স্থানে রয়েছে দুর্গাপুর। এই সংস্থা বিশ্বের সবথেকে দূষিত অঞ্চল নিয়ে একটি তালিকা তৈরি করেছে। যেখানে জনসংখ্যার সর্বাধিক ঘনত্বের নিরিখে বিশ্বের সবথেকে দূষিত অঞ্চল হিসেবে ইন্দো-গাঙ্গেয় সমভূমি রয়েছে।

এই তালিকার একেবারে শুরুতে রয়েছে পাটনা। ৫ নম্বর স্থানে রয়েছে দিল্লি এবং সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে বারাণসী জায়গা করেছে। এই রিপোর্ট সংস্থার রিপোর্টে এটাও বলা হয়েছে যে সূক্ষ্ম কণাও কঠিন রোগের সৃষ্টি করতে পারে। এই কনা ফুসফুসের গভীরে প্রবেশ করে। এমনকি রক্ত প্রবাহ ও প্রবেশ করতে পারে। যার ফলে একজন ব্যক্তির ফুসফুস এবং হার্ট খারাপ ভাবে প্রভাবিত হতে পারে।

আরও পড়ুন: India Vs Maldives: তাড়িয়ে ছেড়েছে ভারতীয় সেনাদের! এখন বিরাট সমস্যায় পড়ে মাথা ঠুকছে মালদ্বীপ

তবে এই রিপোর্ট থেকে জানা গিয়েছে যে মার্চ মাস থেকে ৬৫টি শহর ভালো ক্যাটাগরির মধ্যে পড়েছে। তবে ১৫০ টি শহর সন্তোষজনক ক্যাটাগরিতে রয়েছে। আর মধ্যমান ক্যাটাগরিতে রয়েছে ৩৩ টি শহর। তবে ৬ টি শহর সহ দরিদ্র শ্রেণীভুক্ত শহর বৃদ্ধি পেয়েছে।

খারাপ এবং খুব খারাপ শহরের তালিকায় রয়েছে একটি করে শহর। পশ্চিমবঙ্গের কলকাতা আসানসোল এবং দুর্গাপুরের অবস্থা সবথেকে খারাপ। এর কারণ হল কারণ, কলকাতার PM2.5 ঘনত্ব ৪১ µg/m3, আসানসোলে ৯২ এবং দুর্গাপুরে ৮৮ µg/m3।

Avatar

Papiya Paul

X