Hidden Gem of Chattishgarh Mini Tibbat near Kolkata how to reach details

ভুলে যান দার্জিলিং! রইল কলকাতার কাছেই পাহাড়-ঝর্ণায় ঘেরা মিনি তিব্বতের হদিশ

নিউজশর্ট ডেস্কঃ প্রতিদিনের  কাজের ব্যস্ততা থেকে ছুটি নিয়ে দু একটা দিন ঘুরতে গেলে যেমন মন ভালো হয়ে যায় তেমনি  শরীরে প্রাণ সঞ্চার হয়। তাই লম্বা ছুটিতে প্রকৃতির মাঝে কোথাও ঘোরার সুযোগ থাকলেই বাঙালির মন ছটফট করে ওঠে। সামনেই দুর্গোৎসব এই সময় সরকারি থেকে শুরু করে বেসরকারি সর্বত্রই অন্ততপক্ষে তিন থেকে চার দিনের একটা লম্বা ছুটি থাকে। এই সময় দূরে কোথাও ঘোরার প্ল্যানিং করেন অনেকেই। তবে ঠিক কোথায় যাওয়া যায়?  চিন্তা নেই আজ আপনাদের খোঁজ দেব কলকাতার কাছেই মিনি তিব্বতের। 

হ্যাঁ ঠিকই শুনেছেন কলকাতার কাছেই অবস্থিত এই জায়গা একবার ঘুরতে গেলে সেটা আপনার মিনি তিব্বতের তুলনায় কিছু কম মনে হবে না। কি সেই জায়গার নাম?  উত্তর হল মাইনপাট।  ছত্রিশগড়ের অবস্থিত মাইন পাট ভ্রমণপিপাসুদের কাছে মিনি তিব্বত নামেই পরিচিত।  সুবিশাল পাহাড়ের মাঝে সবুজে ঘেরা প্রকৃতির সৌন্দর্য সত্যিই মন কেড়ে নেওয়ার মতো। 

ছত্রিশগড়ের রাজধানী বিলাসপুর থেকে মাত্র ২৫০ কিমি দূরেই অবস্থিত মাইনপাট। সমুদ্রের থেকে প্রায় সাড়ে তিন হাজার ফুট উচ্চতার বিন্দ্য পর্বতে ঘেরা এই শৈল শহর সারা বছরই ভ্রমণ প্রিয় বাঙালিকে আকর্ষণ করে।  এখানে যেমন মনোরম  আবহাওয়া তেমনি রাস্তার দুদিকে ঘন আইনের জঙ্গল দেখে মনে হতেই পারে এ কোথায় এলাম।  কিভাবে যাবেন কোথায় থাকবেন চলুন সেটা জেনে নেওয়া যাক। 

কিভাবে পৌঁছাবেন কলকাতার কাছের মিনি তিব্বতে?

আপনি মাইনপাট পৌঁছাতে চান তাহলে ট্রেনে করে প্রথমে অম্বিকাপুর চলে যেতে হবে। সেখান থেকেই ভাড়া গাড়িতে ৫৬ কিমি পথ পাড়ি দিলেই পৌঁছে যেতে পারেন মিনি তিব্বতে। তবে চাইলে প্রাইভেট গাড়িও বুক করতেই পারেন, সেক্ষত্রে যাতায়াতের খরচ একটু বাড়বে।

আরও পড়ুনঃ ছুটিতে প্রিয়জনের সাথে লং ড্রাইভে যেতে চান? রইল জঙ্গল থেকে পাহাড়ে ঘেরা ৫ সেরা ডেস্টিনেশন

কোথায় থাকবেন?

একবার মাইনপাট পৌঁছে গেলে সেখানে একাধিক হোটেল থেকে শুরু করে রিসর্ট পেয়ে যাবেন। এমনকি খুঁজলে দু একটা হোমস্টেও পেতেই পারেন। সেখানেই অপরূপসুন্দর প্রকৃতিয়ের মাঝে কয়েকটা দিন নিশ্চিন্তে কাটানো যেতেই পারে। এক্ষেত্রে আপনার প্রতিদিনের থাকার জন্য নূন্যতম ১২০০ টাকা খরচ হবে। তারপর খাওয়া দাওয়ার খরচ জুড়বে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X