Indian Railways

Indian Railways: মাত্র ৭৫ টাকায় মিলবে ভরপেট খাবার! রেলের নতুন পরিষেবায় পাওয়া যাবে বাড়ির মতো খাবার

নিউজ শর্ট ডেস্ক: সময়ের সাথে সাথে আরও উন্নত হয়ে চলেছে ভারতীয় রেল (Indian Railways) পরিষেবা। অত্যাধুনিক রেলস্টেশন হোক কিংবা দ্রুত গতি সম্পন্ন পরিষেবার পাশাপাশি যাত্রীদের সফর আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যমূলক করে তুলতে সাদা সতর্ক থাকে ভারতীয় রেল। তাছাড়া বহু রেল যাত্রীদের একাধিক অভিযোগ শুনে তার সমাধানের জন্য-ও  কড়া পদক্ষেপ নিতেও পিছপা হচ্ছে না ভারতীয় রেল কর্তৃপক্ষ।

তাই এবার-ও তেমনই রেল-যাত্রীদের কথা ভেবেই আরো এক অভূতপূর্বক সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। যা এতদিন পর্যন্ত কেউ কোনদিন কল্পনাও করতে পারেনি। প্রসঙ্গত দূরপাল্লার ট্রেনে সফররকালীন সময়ে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যাত্রাপথ অনেক দীর্ঘ হয়ে থাকে।

তাই এই লম্বা সফরকালীন সময়ে যাত্রীদের খাওয়া-দাওয়ার সমস্যা দূর করতেই এবার এক দারুন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। যার ফলে এবার থেকে ট্রেনে উঠেই  আর খাওয়া-দাওয়ার চিন্তা করতে হবে না। বিশেষ করে যারা বাইরে বেরিয়ে বাড়ির খাবার খোঁজেন তাদের জন্য এবার দারুণ ব্যবস্থা করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

ভারতীয় রেল,Indian Railways,বাড়ির তৈরী খাবার,Home Made Food,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

যার ফলে জানা যাচ্ছে, এবার থেকে মাত্র ৭৫ টাকা (75 Rupees) খরচ করলেই পাওয়া যাবে পেট ভরা খাবার। তাই যাদের বাড়ির খাবার (Home made Food) পছন্দ তাদের জন্য রেলের এই উদ্যোগ নিঃসন্দেহে আকর্ষণীয়। তবে কবে থেকে সাধারণ যাত্রীরা রেলের এই পরিষেবা পাবেন, সেসম্পর্কে এখনও  পর্যন্ত কিছুই জানা যায়নি।

আরও পড়ুন: ভারতীয় রেলের বড়সড় উদ্যোগ! বিশেষ যাত্রীদের কষ্ট কমাতে এবার বসছে স্পেশ্যাল ক্যাম্প

তবে জানা যাচ্ছে, রেল কর্তৃপক্ষের উদ্যোগে দেওয়া এই ঘরের খাবার পাওয়ার জন্য একটি অ্যাপের সাহায্য নিতে হবে। জানা যাচ্ছে ইতিমধ্যেই এই অ্যাপ তৈরির কাজও শুরু হয়েছে। সম্প্রতি এই বিষয়ে এক রেলের এক আধিকারিক জানিয়েছেন, এই পরিষেবাকে বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যেই ১৯ টি স্বনির্ভর গোষ্ঠী এবং ৪২০০টি টিফিন পরিষেবা সরবরাহকারী বাড়ির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ভারতীয় রেল,Indian Railways,বাড়ির তৈরী খাবার,Home Made Food,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে রেল সূত্রে খবর এই পরিষেবা শুরু করার ক্ষেত্রে মহিলা স্বনির্ভর গোষ্ঠী, বিধবা অথবা স্বয়ং স্বাবলম্বী মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। জানা যাচ্ছে, এই পরিষেবার আওতায় প্রথম ধাপে ১৭৯টি রেল স্টেশনকে সংযুক্ত করার পরিকল্পনা করেছে রেল। তবে এই পরিষেবা পেতে গেলে যাত্রীদের কমপক্ষে ৪ ঘন্টা আগে খাবার অর্ডার করতে হবে। তবে যাত্রা শুরু ১২ ঘণ্টা আগে যদি কোনো যাত্রী যদি খাবার অর্ডার করেন তাহলে তার জন্য খাবারের বিকল্প অনেক বেশি থাকবে।

Avatar

anita

X