সম্প্রতি বিনোদন জগতে ওটিটির রমরমা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। রোজ নতুন নতুন সিনেমা, ওয়েব সিরিজের পসরা সাজিয়ে হাজির হচ্ছে হটস্টার, নেটফ্লিক্স, আমাজন প্রাইমের মতো জনপ্রিয় প্লাটফর্ম গুলি। আজ আমরা হটস্টারের এমন কিছু ওয়েব সিরিজের কথা বলবো যা আসলেই এক কথায় পয়সা উসুল, যেগুলি ভারতীয় বিনোদনের বাজারে আধিপত্য বিস্তার করা আরম্ভ করছে।
১) হিউম্যান :- শেফালি শাহ এবং কীর্তি কুলহারির মতো তারকাদের নিয়ে সজ্জিত এই ওয়েব সিরিজটি বর্তমানে ওটিটি জগতে শোরগোল ফেলে দিয়েছে। দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে শো’টি এবং বর্তমানে ‘হিউম্যান’ সিরিজটি হটস্টারের সেরা সিরিজগুলির মধ্যে অন্যতম।
২) স্পেশাল অপস :- কে কে মেননের এই ওয়েব সিরিজটি হটস্টারের একটি অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ। এটুকু বলাই যায় যে ‘স্পেশাল অপস’ আপনাকে মোটেও হতাশ করবেনা। উল্লেখ্য সিরিজটির দুটি পর্ব রয়েছে, আর প্রতিটিই আপনাকে পর্দার সামনে বসিয়ে রাখার ক্ষমতা রাখে। তাই দেরি না করে একবার দেখেই ফেলুন ‘স্পেশাল অপস’এর কারনামা।
৩)আর্য : সুস্মিতা সেন অভিনীত ‘আর্য’ সিরিজটির পপ্রথম পার্ট দারুন সাড়া জাগিয়েছে দর্শকমহলে। মোট দুটি সিজন রয়েছে এই শো’টির, এবং বলাই বাহুল্য দুটি সিরিজকেই ব্যাপক ভালোবাসা দিয়েছে মানুষ। শোনা যাচ্ছে খুব শিঘ্রই এর তৃতীয় সিজনও আসতে চলেছে। তাই আপনি যদি এখনও ‘আর্য’ না দেখে থাকেন তাহলে ঝটপট দেখে ফেলুন।
৪) সিটি অফ ড্রিমস : পারিবারিক রাজনীতি নিয়ে এই সিরিজটিও ব্যাপকভাবে ঝড় তুলেছে ওটিটি প্লাটফর্মে। সচরাচর মানুষ যা দেখতে চায় এই সিরিজটিতে আপনি সেই সবই পাবেন। রাজনৈতিক ষড়যন্ত্র, কূটনীতি, রহস্য, অ্যাকশন সবকিছুর মেলবন্ধন হলো ‘সিটি অফ ড্রিমস’।
৫) ক্রিমিনাল জাস্টিস : তালিকার পাঁচ নম্বরে রয়েছে ক্রিমিনাল জাস্টিস। রহস্য এবং সাসপেন্সে পূর্ণ একটি ক্রাইম ড্রামা সিরিজ হলো ‘ক্রিমিনাল জাস্টিস’। প্রসঙ্গত এই সিরিজটিরও দুটি পার্ট রয়েছে এবং দুটিই ব্যাপকভাবে সমাদৃত হয়েছে দর্শকমহলে। বলাই বাহুল্য ক্রাইম এবং সাসপেন্সে ভরা এই সিরিজটি আপনাকে হতাশ করবেনা।
৬) আউট অফ লাভ : ‘আউট অফ লাভ’ এমন একটি গল্প দিয়ে সাজানো যেখানে আপনি ‘প্রেম, বিশ্বাস এবং প্রতারণা’র এক অদ্ভুত ছক দেখতে পাবেন। এই ওয়েব সিরিজটিরও দুটি পর্ব রয়েছে। উল্লেখ্য ওটিটির রানী রসিকা দুগ্গাল এই ওয়েব সিরিজটিকে নিজের দূর্দান্ত অভিনয়ের সৌজন্যে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।