কেকে,কর্মজীবন,লড়াই,অকস্মাৎ মৃত্যু,মুম্বাই,দিল্লী,বলিউড,KK,worklife,Struggle,Sudden Death,Mumbai,Delhi,Bollywood

Moumita

কেকের সাফল্যের কৃতিত্বের অধিকারী তার স্ত্রী! নিজের জীবনের প্রিয় মানুষকে নিয়ে যা বলেছিলেন গায়ক

আবারও এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো গোটা দেশ। বিখ্যাত সঙ্গীত শিল্পী “কৃষ্ণকুমার কুন্নাথ” ওরফে “কে কে” গানের অনুষ্ঠানের সাক্ষী রইল শহর কলকাতা। মঙ্গলবার রাতে তিলোত্তমার বুকে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই দুনিয়াকে বিদায় জানিয়েছেন এই মহারথী। অনুরাগীদের জন্য রেখে গেছেন কিছু অমলিন স্মৃতি। এমনই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন নিজের জীবনের কিছু অজানা গল্প।

   

একবার এক সাংবাদিক সম্মেলনে নিজের বৈবাহিক জীবনের কথা বলতে গিয়ে জানিয়েছিলেন কীভাবে তাঁর স্ত্রী তাঁকে জীবনের একটা লম্বা চড়াই পার হতে সাহায্য করেছিলো। নিজের সাফল্যের কৃতিত্ব দিয়েছিলেন তাঁর স্ত্রীকে। জানিয়েছিলেন ১৯৯৪ সালে দিল্লি থেকে মুম্বাইতে পাড়ি দেওয়ার সময় জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জুড়ে রয়েছেন তাঁর অর্ধাঙ্গিনী।

মায়া নগরীতে পা রাখার পরই ১৯৯৯ সালে তার প্রথম অ্যালবাম “পল” অ্যালবাম দিয়ে শ্রোতাদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন তিনি। এরপর সালমান-ঐশ্বর্য অভিনীত “হাম দিল দে চুকে সনম” ছবিতে কণ্ঠ দেন তিনি। এটাই ছিলো তার প্রথম বলিউড সুপারহিট গান। সেই যুগে মানুষের মোবাইল রিংটোন থেকে শুরু করে টিভির পর্দায় সবেতেই চেয়ে গেছিলো এই গান। তার কণ্ঠে “তড়প তড়প” গান শুনে মুগ্ধ হয়ে গেছিলো সঙ্গীতপ্রেমীরা।

২০১৩ সালের একটি সাক্ষাৎকারে দিল্লী থেকে মুম্বাই স্থানান্তরিত হওয়ার প্রসঙ্গে “কে কে” জানান যে, তিনি সেই মুহূর্তে জিঙ্গেল তৈরি করছিলেন এবং বিভিন্ন বিজ্ঞাপনেও কাজ করতে হচ্ছিল তখন। কিন্তু মুম্বাইতে এত কাজ ছিল যে, তার কাজের অভাব হয়নি কোনোদিনই। এছাড়া তিনি এও জানান যে, তার স্ত্রীই ছিলেন তার মুম্বাই যাওয়ার কারন।

এছাড়া সোনি মিউজিক ইন্ডিয়ার সাথে সাক্ষাৎকারে তিনি এই বলেছেন যে, “আমাকে এরকম কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে আমার স্ত্রী। সে আমাকে আমার খারাপ অবস্থা থেকে সরিয়ে নিয়ে আসতে সাহায্য করে। এবং এখনও সেই আমার সবসময়ের সহায়। আমি জীবনে সাফল্য পাওয়ার আগেই বিয়ে করেছি কিন্তু এই জন্যই আমার জীবন এত থিতু হয়। আমার স্ত্রী আমাকে থিতু হতে সাহায্য করেছে।”

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে, হৃদরোগের কারনেই মৃত্যু হয় তার। কিন্তু সঠিক কারন জানতে তার ময়নাতদন্ত হবে আজ। মাত্র ৫৪ বৎসর বয়সে তার এই অকাল প্রয়াণে শোকের ছায়া পড়েছে সারা ভারতেই।