How manu Clubs of West Bengal refused to take Government Puja grant of Rs 85000 report by Nabanna

গতবারের থেকে বেড়েছে সংখ্যা! কটা ক্লাব ফেরালো ৮৫০০০? রিপোর্ট প্রকাশ করল নবান্ন

দুর্গাপুজো বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ এই উৎসবকে কেন্দ্র করে একত্রিত হন। আর এই উৎসবকে আরও জাঁকজমকপূর্ণ করে তোলার জন্য সরকারের তরফ থেকে পুজো কমিটি বা ক্লাবগুলিকে অনুদান দেওয়া হয়। এবছর সেই অনুদানের অঙ্কটা ৮৫০০০ করা হয়েছে। কিন্তু সম্প্রতিকালে ঘটে যাওয়া তিলোত্তমার ঘটনার জেরে অনেক ক্লাবই সেই অনুদানের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তা সত্ত্বেও রাজ্যের মোট কতগুলি ক্লাব অনুদানের টাকা নিল? এবার প্রকাশ্যে এল সেই হিসাব। চলুন দেখে নেওয়া যাক নবান্নের তথ্য মতে কতগুলি ক্লাব সরকারি পূজার অনুদান নিয়েছে।

২০২৪ সালের দুর্গাপুজোর জন্য, পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক পুজো কমিটিকে ৮৫,০০০ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছিল। এই সিদ্ধান্ত নিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে, কিছু পুজো কমিটি এই অনুদান গ্রহণ করতে অস্বীকার করেছে।  মূলত আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা এবং অন্যান্য জেলার বেশ কয়েকটি পুজো সংগঠন এই অনুদান ফিরিয়ে দিয়েছে।

নবান্ন সূত্রে প্রকাশিত তথ্য

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অনুদান প্রত্যাখ্যান করা সত্ত্বেও রাজ্য সরকারের পুজো অনুদান কর্মসূচিতে কোনো বড় প্রভাব পড়েনি। নবান্ন সূত্রে জানা গিয়েছে:

  • মোট ৪১,৮৮৯টি পুজো কমিটি সরকারি অনুদানের জন্য আবেদন করেছিল
  • ইতিমধ্যে ৪০,৬৫৫টি কমিটি অনুদানের চেক পেয়ে গিয়েছে
  • বাকি কমিটিগুলিও শীঘ্রই চেক পাবে বলে আশা করা হচ্ছে

জেলা স্তরে একাধিক ক্লাব অনুদানের টাকা গ্রহণ করেছে। বনগাঁ, বসিরহাট, ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ, হাওড়া গ্রামীণ, জঙ্গিপুর, পূর্ব বর্ধমান, হুগলি গ্রামীণ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ, ইসলামপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় কোনো পুজো কমিটিই অনুদানের টাকা ফেরত দেয়নি। এছাড়াও বীরভূম জেলায় সব পুজো কমিটিই সরকারি পুজোর অনুদানের জন্য আবেদন করেছে। শীঘ্রই তাদের আবেদনের ভিত্তিতে টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

যেমনটা জানা যাচ্ছে মোট ৫৯টি পুজো কমিটি অনুদানের টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছে। তাই মোট অনুদান গ্রহণ করা ক্লাবের সাথে তুলনা করলে শতাংশের হিসাব অতি নগণ্য বলা যেতে পারে। তবে উল্লেখযোগ্য বিধাননগর পুলিশ এলাকা থেকেই সবথেকে বেশি টাকা ফেরত দেওয়া হয়েছে। যে ৫৯টি ক্লাব টাকা ফেরত দিয়েছে তার মধ্যে ২৫টিই বিধান নগর পুলিশ এলাকার।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X