লাখ নাকি কোটি! কত টাকা নিজের মানি ব্যাগে রাখেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি!

ভারতের(India) সবচেয়ে ধনী শিল্পপতি বলতে প্রথমে নাম উঠে আসে মুকেশ আম্বানির(Mukesh Ambani)। সম্পত্তির তালিকায় তিনি বিশ্বের তাবড় তাবড় ধনকুবেরদের টেক্কা দিতে পারেন। সম্পত্তির নিরিখে প্রথমদিকেই নাম রয়েছে তার। প্রাসাদসম বাড়ি থেকে বিলাসবহুল গাড়ি অর্থ সম্পত্তি কোন কিছুরই অভাব নেই তার। কিন্তু সেই মুকেশ আম্বানি বাড়ি থেকে বের হলে কত টাকা থাকতে পারে তার পার্সে? এই প্রশ্ন আমজনতার মনে সর্বক্ষণ ঘরে।

তবে এই ধনকুবেরের পকেটে রোজ কত টাকা থাকে তা শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন। সূত্র মারফত জানা গেছে, মুকেশ আম্বানি গ্রুপের মোট অর্থমূল্য এই মুহূর্তে টেক্কা দিতে পারে যে কোনো বিত্তবানকে। এত বড় ধনকুবের যখন বাড়ি থেকে বেরোবেন নিশ্চয়ই তার সঙ্গে লক্ষ লক্ষ টাকা রাখবেন। একজন সাধারন মানুষ রাস্তায় বেরোলে তার পার্সে কয়েকশো বা কয়েক হাজার টাকা থাকতে পারে। এমনকি তাদের সঙ্গে থাকে ডেবিট ও ক্রেডিট কার্ড।

কিন্তু বিশ্বের এই জনপ্রিয় ধনকুবের মুকেশ আম্বানি বাইরে বেরোলে তার সঙ্গে কোনো টাকা রাখেন না। এমনকি তার সাথে থাকে না কোন ক্রেডিট বা ডেবিট কার্ড। তার মানি ব্যাগ ফাঁকা থাকে বলেই জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠরা। টাকা সম্পর্কে তাঁর এক অন্যরকম চিন্তাভাবনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন। তিনি মনে করেন যে টাকা হল পুঁজি, যা তার কোম্পানিকে ঝুঁকির হাত থেকে রক্ষা করে।

আর তিনি ধনীতম ব্যক্তির আওতায় পড়ার পরেও মাটির কাছাকাছি থাকতেই বেশি ভালোবাসেন বলে জানিয়েছেন। আর তাই কয়েক বিলিয়ন ডলারের মালিক হলেও তার পকেট পুরো ফাঁকা থাকে। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে সে ছোটবেলা থেকেই তিনি পকেট এ কোন টাকা রাখেন না। এমনকি এখনও সেই টাকা রাখেন না। তার নিজের কোন ক্রেডিট কার্ড নেই. তার আশেপাশে সবসময় সহযোগিরা থাকেন, তারা বিল পরিশোধ করে দেন। আর এতেই তার কাজ চলে যায় বলেও তিনি উল্লেখ করেছেন।

Avatar

Papiya Paul

X