নিউজ শর্ট ডেস্ক: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা (Union Public Service Commission) আমাদের দেশের বহু ছাত্র-ছাত্রীদের কাছে স্বপ্নের সমান। বছরের পর বছর ধরে কঠিন প্রস্তুতি, আর একাধিক চেষ্টা পর হাতে গোনা কয়েকজন মাত্র এই পরীক্ষায় সফল হতে পারেন এই পরীক্ষায়। তাই আমাদের দেশের লক্ষ লক্ষ পড়ুয়াদের কাছে এই ইউপিএসসি পরীক্ষায় (UPSC Exam) সফল হওয়া স্বপ্নের সমান।
প্রত্যেক বছরের এই পরীক্ষার সফলতা বদলে দিতে পারে যে কোনো পড়ুয়ার জীবন। ইউ পি এস সি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেই প্রার্থীরা বেশ কয়েকটি সম্মানীয় পদে চাকরি পেয়ে থাকেন। যার মধ্যে অন্যতম হল ভারতীয় প্রশাসনিক পরিষেবা (IAS), ভারতীয় পুলিশ পরিষেবা (IPS), ভারতীয় প্রকৌশল পরিষেবা (IES) এবং ভারতীয় বৈদেশিক পরিষেবা (IFS)।
তবে ভারতের তরুন তরুণীদের মধ্যে সবচেয়ে বেশি ক্রেজ রয়েছে IAS অফিসারের পদ নিয়ে। এই পদের চাকরিতে নির্বাচিত হওয়ার পর বিরাট অংকের বেতন ছাড়াও একাধিক সুযোগ-সুবিধা রয়েছে। পাশাপাশি রয়েছে প্রশাসনিক পদের পদ মর্যাদা আর সম্মানও।
সকলেই জানতে চান এই চাকরিতে নির্বাচিত হওয়ার সুবিধা কী কী কিংবা একজন আইএএস অফিসারের বেতনই বা কত? সপ্তম বেতন কমিশন অনুসারে, একজন আইএএস অফিসার মূল বেতন হিসাবে প্রতি মাসে ৫৬,১০০ টাকা পেয়ে থাকেন। এছাড়াও টিএ, ডিএ, এইচআর-এর মতো আরও অনেক ভাতা পাওয়া যায়।
আরও পড়ুন: টিকিট কাটার লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ! আরও সস্তায় টিকিট দিচ্ছে রেল
হিসাব অনুযায়ী সমস্ত ভাতা মিলিয়ে একজন আইএএস অফিসার প্রতি মাসে প্রায় ১ লক্ষ টাকা বেতন পেয়ে থাকেন। এছাড়া কর্মজীবনে পদোন্নতির সাথে সাথে বাড়তে থাকে বেতনও। জানা যায় আইএএস অর্থাৎ ক্যাবিনেট সেক্রেটারি হওয়ার পরে, একজন আইএএস অফিসার সর্বোচ্চ বেতন হিসাবে মাসে প্রায় ২.৫ লক্ষ টাকা পেয়ে থাকেন, সাথে অনেক ভাতাও পান।
তবে শুধুই মোটা টাকার বেতন নয়,আইএএস অফিসাররা বিভিন্ন পে ব্যান্ড অনুযায়ী আরও একাধিক সুবিধা পেয়ে থাকেন। একাধিক ভাতা পাওয়ার পাশাপাশি পে ব্যান্ডের উপর নির্ভর করে, একজন আইএএস অফিসার আবাসন, নিরাপত্তা, বাবুর্চি এবং অন্যান্য কর্মী সহ আরও একাধিক সুযোগ সুবিধা পান। তাঁর জন্য থাকে গাড়ি এবং ড্রাইভারের সুবিধাও। আগে একজন আইএএস অফিসার অন্যান্য সরকারি কর্মচারীদের মতোই পেনশন পেতেন। কিন্তু এখন তাঁদের পেনশন তাঁদের বিনিয়োগের ওপর নির্ভর করে।