How to Apply for Disability Cetificate Online Process

মিলবে একাধিক সরকারি সুযোগ-সুবিধা, বাড়ি বসেই এভাবে আবেদন করুন প্রতিদ্বন্দ্বী সার্টিফিকেট

পার্থ মান্না : আমাদের চারিপাশে এমন বহু মানুষ রয়েছেন যারা বিশেষ ভাবে সক্ষম। তাদের জন্য রাজ্য তথা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক আর্থিক ও সামাজিক প্রকল্পে চালু করা হয়েছে। তবে সেই সমস্ত পেতে গেলে যেটা প্রথমেই প্রয়োজন সেটা হল একটা ফিজিক্যাল ডিসেবিলিটি সার্ফিটিকেট বা প্রতিদ্বন্দ্বী সার্টিফিকেট। আগে সরকারি দফতরে গিয়ে তবেই এই কার্ড বা সার্ফিটিকেট পাওয়া যেত। তবে এখন চাইলে অনলাইনেও আবেদন করা যেতে পারে। কি ভাবে আবেদন করতে হবে? কি কি জিনিস লাগব? এই সমস্ত বিষয় জানাতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।

প্রতিবন্ধী কার্ড বা ডিসেবিলিটি সার্টিফিকেট (Disability Certificate)

সাধারণত ডাক্তারদের দ্বারা যে মেডিকেল অফিসারের থেকে প্রথমে অক্ষমতার পরিমাপ করে সার্টিফিকেট বানিয়ে নিতে হবে। তাহলেই একাধিক সুবিধা পাওয়া যাবে। কি কি যোগ্যতা থাকলে কার্ড পাওয়া যাবে ও কি কাজে লাগবে সেই সম্পর্কে বিস্তারিত নিচে জানানো হল।

প্রতিবন্ধী সার্ফিটিকেট পেতে গেলে কি কি যোগ্যতা লাগে?

  • প্রথমেই আবেদনকারী প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে।
  • আবেনকারী শারীরিক প্রতিবন্ধকতার পরিমাণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়। যেমন মানসিক ক্ষেত্রে ৩৫%, বধিরতার ক্ষেত্রে ৯০-১০০ ডিবি, দৃষ্টি শক্তির ক্ষেত্রে ৯০% ও অর্থোপেডিকের ক্ষেত্রে ৪০% হতে হয়।

প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবে?

  • প্রথমেই যার জন্য সার্ফিটিকেটের আবেদন করা হচ্ছে তাকে নিয়ে নিকটবর্তী সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। এরপর শারীরিক ও মানসিকভাবে মূল্যায়ন করা হবে।
  • এরপর সমস্ত ডকুমেন্টস ও মেডিকেল সার্টিফিকেট নিয়ে আবেদনের পদ্ধতি শুরু করা যেতে পারে।
  • আবেনদের জন্য বাংলা সহায়তা কেন্দ্র বা কোনো ক্যাফেতে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে (নিচে লিংক দেওয়া আছে) গিয়ে Apply for Disability Certificate অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর যে স্ক্রিন সামনে আসবে সেখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তাহলেই আবেদনের ফর্ম খুলে যাবে। সঠিক তথ্য দিয়ে সেই ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে।
  • ফর্ম সাবমিট করলে একটা এনরোলমেন্ট নাম্বার পাওয়া যাবে সেটা যত্ন করে রাখতে হবে। এটা দিয়েই পরবর্তী কালে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানতে পারা যাবে।

আবেদনের সময় কি কি ডকুমেন্টস লাগবে?

  • আবেদনকারীর নাম স্বাস্থ্য কেন্দ্রের ফেরার কার্ড
  • আধার কার্ড বা ভোটার কার্ড
  • পাসপোর্ট সাইজের কালার ছবি

অফিসিয়াল ওয়েবসাইট লিংক >> Official Website

আরও পড়ুনঃ আরও বাড়ল সুবিধা! পুজোর আগে অর্থ দফতরের বিজ্ঞপ্তি দেখেই খুশিতে আত্মহারা সরকারি কর্মীরা

একবার আবেদন করার কিছু সময় পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করলেই বোঝা যাবে সার্টিফিকেট হয়ে গিয়েছে কি না। হয়ে গেলেই সরকারি চাকরি থেকে বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে সক্ষমদের জন্য যে সমস্ত সুবিধা পাওয়া যায় সেই সবটাই পাওয়া যাবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X