How to Apply for Skill India Project free training by Central Government

বেকারদের জন্য দারুণ সুখবর! বিনামূল্যে চাকরির প্রশিক্ষণ দেবে সরকার, ঝটপট করুন আবেদন

নিউজশর্ট ডেস্কঃ দেশের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য সরকারের তরফ থেকে সময় ওসময় একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে অন্যতম একটি হল স্কিল ইন্ডিয়া প্রজেক্ট। যার দরুণ প্রশিক্ষণ দেওয়া হবে, ভবিষ্যতে কাজ পাওয়ার জন্য। কারা আবেদন করতে পারবে ও কিভাবে আবেদন করতে হবে? সমস্ত কিছু জানানো হল আজকের প্রতিবেদনে।

Skill India Scheme

প্রথানমন্ত্রী কৌশল বিকাশ যোজনাকেই স্কিল ইন্ডিয়া ডেভেলপমেন্ট যোজনা বলা হয়। এই প্রকল্পে বেরোজগার যুবক যুবতীদের প্রশিক্ষণ কোর্স ভর্তি করা হয়। যেখানে কোর্সের সম্পূর্ণ ফি সরকারের তরফ থেকে প্রদান করা হয়। এর গেলে একদিকে যেমন কাজের দক্ষতা বাড়বে তেমনি কোর্স শেষে রোজগারের জন্য চাকরি করতে পারবে। এমনকি অনেকেই নিজের ব্যবসাও শুরু করতে পারবেন।

স্কিল ইন্ডিয়াতে কিভাবে কারা আবেদনের যোগ্য?

  • আবেনদকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • কোর্স অনুযায়ী আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ও বয়স হতে হবে। বিভিন্ন ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন হতে পারে।
  • যে আবেদন করবে তার নূন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতেই হবে।
  • যদি পরিবারে কেউ সরকারি চাকরি করে তাহলে এই প্রকল্প তার জন্য প্রযোজ্য হবে না।

কিভাবে আবেদন করতে হবে?

  • আপনি যদি এই প্রকল্পে প্রশিক্ষণের জন্য আবেদন করতে চান তাহলে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে (নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে)।
  • সেখানে গিয়ে প্রথমেই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করে নিন।
  • এরপর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পছন্দের কোর্সের জন্য আবেদনের ফর্ম ফিলাপ করে নিয়ে হবে।
  • ফর্ম ফিলাপ করার পর যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলোকে আপলোডন করে নিন। তারপর সবটা প্রথম থেকে একবার চেক করে নিয়ে সাবমিট করতে হবে।

আরও পড়ুনঃ বাড়বে শিল্প, হবে কর্মসংস্থান! বাংলার জন্য ২১৭০ কোটির নতুন রেল প্রকল্প ঘোষণা করল কেন্দ্র

আবেদনের সময় কি কি ডকুমেন্টস লাগবে?

  1. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (মাধ্যমিকের রেজাল্ট)
  2. আধার কার্ড
  3. ব্যাঙ্কের পাশবুক
  4. চালু মোবাইল নাম্বার
  5. একটা কালার পাসপোর্ট ছবি

স্কিল ইন্ডিয়া প্রকল্পে আবেদনের লিঙ্ক : অফিয়াল ওয়েবসাইট লিঙ্ক 

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X