How to know how much gas is left in LPG Cylinder see easy process

কতটা গ্যাস আছে সিলিন্ডারে? এই পদ্ধতিতে জেনেনিন সহজেই

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময় দাঁড়িয়ে গ্রাম থেকে শহর সর্বত্রই রান্নার জন্য LPG সিলিন্ডারের ব্যবহার করা হয়। এতে করে খুব সহজেই রান্নার কাজ সম্পন্ন করা যায়। তবে সমস্যা একটাই সেটা হল কতটা গ্যাস রয়েছে সিলিন্ডারে সেটা বাইরে থেকে বোঝা যায় না। তাই মাঝে মধ্যেই রান্না চলাকালীন আচমকাই গ্যাস শেষ হয়ে যায়।

তবে যদি বলি বাইরে থেকেই বুঝতে পারবেন যে সিলিন্ডারে কতটা গ্যাস আছে? হ্যাঁ ঠিকই দেখছেন এটা বোঝা সম্ভব। বাইরে থেকে বুঝে গেলে একদিকে যেমন আচমকাই গ্যাস শেষ হওয়ার ভয় থাকে না, তেমনি কখন নতুন সিলিন্ডার বুক করতে হবে সেটাও খেয়াল রাখা যায়। আজকের প্রতিবেদনে আপনাদের সেই পদ্ধতি সম্পর্কেই জানাবো।

সিলিন্ডারের কতটা গ্যাস আছে জানার পদ্ধতিঃ 

প্রথমেই বলি, যদি আপনি দেখেন গ্যাসের আগুন লাল হয়ে জ্বলছে বা বার্নারে ময়লা জমছে। তাহলে বুঝতে হবে গ্যাস শেষ হতে চলছে। এমনিতে গ্যাস নীল রঙের শিখায় জ্বলে। কিন্তু গ্যাস শেষের দিকে হলেই শিখা লাল হয়ে যায়। তবে এটা ছাড়াও আরও একটা উপায় আছে যেটা থেকে কতটা গ্যাস আছে আরেকটু ভালো করে বোঝা যায়।

এর জন্য শুরুতে গ্যাস সিলিন্ডারটিকে ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হবে। যাতে গায়ে কোনো ময়লা বা তেলচিটে না লেগে থাকে। তারপর সেটাকে শুকনো হতে দিন। শুকিয়ে গেলে সিলিন্ডারের গায়ে জল দিয়ে অপেক্ষা করতে হবে। যেটুকু জল ঝটপট শুকিয়ে যাচ্ছে সেখানে গ্যাস নেই। আর যতটা অবধি জল শুকনো হতে দেরি হবে ততটা গ্যাস আছে বলে ধরে নিতে হবে।

আরও পড়ুনঃ লাইনে দাঁড়ানোর দিন শেষ! কার্ড ঘষলেই মিলবে রেশন, চালু হল রাইস এটিএম

এবার মনে প্রশ্ন জাগতেই পারে যে এর পিছনে যুক্তি কি? উত্তর হল সিলিন্ডারের ভেতরে যে লিকুইড গ্যাস থেকে সেটা অনেকটাই ঠান্ডা হয়ে থাকে। তাই যে অংশে গ্যাস আছে সেখানে জল শুকোতে সময় লাগে। কিন্তু ওপরের অংশে ফাঁকা থাকার কারণে জল ঝটপট বাষ্পীভূত হয়ে শুকিয়ে যায়। এই পদ্ধতিতে গ্যাসের লেভেল অনেকটা বেশি ভালো বোঝা যায়।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X