সাবান,বাড়িতে সাবান তৈরি,Soap,Homemade Soap

Moumita

চুলকানি, ফুসকুড়ি, ত্বকের নানা সমস্যা থেকে বাঁচতে বাড়িতেই তৈরি করুন এই প্রাকৃতিক সাবান, রইলো সম্পূর্ণ পদ্ধতি

সাবান তো আমরা সবাই ব্যাবহার করি। বিভিন্ন গন্ধে পাওয়া যায় এই দ্রব্যটি। প্রাচীন কাল থেকে বিভিন্ন প্রাকৃতিক পদ্ধতিতে ভারতে তৈরি হতো এই দ্রব্যটি। কিন্তু বর্তমানে অত্যাধিক রাসায়নিক ব্যবহারের ফলে সাবানের গুনমানে অনেকটাই থাবা বসেছে। শরীরের নোংরা দুর করার চেয়ে এই রকম ক্ষতিকারক রাসায়নিকে ভর্তি সাবান আমাদের ত্বকের বহুল ক্ষতি করে। কিন্তু এমন কোনো দ্রব্য আছে কি যেখানে ত্বকের কোনো ক্ষতি হবে না।

   

বাজারে সেরকম কোনো সাবান উপলব্ধ না থাকলেও আপনাদের জানিয়ে রাখি যে আপনি বাড়িতেই তৈরি করতে পারেন হোম মেড সাবান। খুবই কম খরচে বানানো এই সাবান টেক্কা দেবে নামি দামী ব্র্যান্ডের বিভিন্ন সবানকে। ত্বক পরিস্কারের পাশাপশি ফিরিয়ে আনবে আপনার ত্বকের জ্বেল্লা। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই সাবান।

ভেষজ গুণে ভরপুর তুলসি একটি দারুন উদ্ভিদ। সর্দি কাশি জ্বরের মত বিভিন্ন ব্যাধির উপশমে জুড়ি নেই তুলসী পাতার। কিন্তু তুলসী পাতা থেকে যে সাবান তৈরি করা সম্ভব তা জানতেন কি? এই সাবান ব্যাবহার করলে আপনি বাজারজাত বিভিন্ন সাবানকে আর ছুঁতে চাইবেন না।

কি কি প্রয়োজন এই সাবান তৈরিতে?

এজন্য আপনাকে জোগাড় করতে হবে তুলসী পাতা, অ্যালোভেরা জেল, গোলাপ জল, সাবান বেস, হলুদ এবং ল্যাভেন্ডার তেল।

কীভাবে তৈরি করবেন এই সাবান?

১) তুলসী থেকে সাবান তৈরি করতে, আপনাকে ২ কাপ পরিমাণ তুলসী পাতা ভেঙে ভাল করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, তারপরে ১ কাপ জল দিয়ে মিক্সারে ভাল করে পিষে পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট তৈরি হয়ে গেলে সেটিকে চালুনির সাহায্যে ছেঁকে সেখানে এক কাপ অ্যালোভেরা জেল এবং ১ চা চামচ গোলাপ জল ভালো করে মিশিয়ে নিতে হবে।

২) পরবর্তী পর্যায়ে গ্যাসের উপর একটি প্যান বসিয়ে ভালো করে সেই মিশ্রণকে যোগ করুন এবং ফুটে আসা পর্যন্ত গরম করুন। তারপর গ্যাস বন্ধ করে ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হওয়ার পর ২ ফোঁটা ল্যাভেন্ডার তেল এবং ১ চিমটি হলুদ ভালো করে মিশিয়ে নিন।

৩) এরপর সেই মিশ্রণটিকে সাবানের বেসের সাথে মিশিয়ে রাখুন। সব হয়ে গেলে সাবানের বেসটিকে ৫ থেকে ৬ ঘন্টা ফ্রিজে রাখুন।

ব্যাস আপনার সম্পূর্ন প্রাকৃতিক উপায়ে তৈরি সাবান রেডি।

তাই এবার আর বাজারজাত রাসায়নিকে ভর্ত্তি সাবান নয়, সম্পূর্ন প্রাকৃতিক উপায়ে বাড়িতে তৈরি এই সাবান ব্যাবহার করুন।