Technology

হারানো ইয়ার বাডও খুঁজে পাওয়া যায়! ৯৯ শতাংশ মানুষই জানেন না এই পদ্ধতি

নিউজ শর্ট ডেস্ক: পৃথিবীতে কত জিনিসই তো হারিয়ে যায়! কিন্তু সব জিনিস কি আর ফিরে পাওয়া যায়! আর প্রিয় জিনিস হারালে মনটাও খারাপ হয়ে যায়। বিশেষ করে পছন্দের ইলেকট্রনিক গেজেট হারালেই মনটা বড্ড খচখচ করতে থাকে। এখনদিনে তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের কাছে দারুন জনপ্রিয় এমনই একটি গেজেট হল নো স্ট্রিংস ইয়ারবাড (Earbud)।

কিন্তু এই জিনিসের সমস্যা একটাই, অসাবধানতা বশত একবার কান থেকে খসে পড়লেই ব্যাস! চিন্তার শেষ থাকে না।কিন্তু অনেকেই জনেন না এই হারানো ইয়ারবাড-ও ট্র্যাক করার বিশেষ উপায় রয়েছে। তবে গ্রাহকদের এই বিশেষ সুবিধা দিয়ে থাকে শুধুমাত্র স্যামসাং, কিংবা অ্যাপলের মতো সংস্থাই। আসুন জানা যাক ইয়ারবাড হারিয়ে গেলে তা আবার ফিরে পাওয়ার জন্য কি করতে হবে?

স্যামসাংয়ের ইয়ারবাড

হারিয়ে যাওয়া স্যামসাংয়ের ইয়ারবাডে যদি সামান্য চার্জও থাকে তাহলে Galaxy Wearables-এর সাহায্যে তা সহজেই খুঁজে পাওয়া যাবে।

প্রথমে Galaxy Wearables অ্যাপ খুলতে হবে।

এরপর Find My Earbuds অপশন থেকে যেতে হবে Start-এ।

ইয়ারবাড,Earbud,Technology,প্রযুক্তি,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

 

এরপরেই ইয়ারবাড থেকে একটা বিপ বিপ শব্দ হবে। সেই শব্দ শুনে বোঝা যাবে সেটা কোথায় আছে।

এছাড়া SmartThings প্রযুক্তিযুক্ত নতুন মডেলের ইয়ারবাড খুঁজতে  Find My Earbuds অপশনে যেতে হবে।

এবার Smart Things Find অ্যাপ খুললেই ম্যাপে ইয়ারবাডের শেষ রেজিস্টারড লোকেশন দেখা যাবে।

এরপর Ring-এ ক্লিক করলে ইয়ারবাড থেকে বিপ বিপ শব্দ হবে।

আর Navigate-এ ক্লিক করলে গুগল ম্যাপে ইয়ারবাডের লোকেশনে নিয়ে যাবে।

ইয়ারবাড,Earbud,Technology,প্রযুক্তি,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

আরও পড়ুন: বন্ধ হয়ে যাচ্ছে ৭০ লাখ গ্রাহকের ফোন! সরকারি সিদ্ধান্তে পড়েনি তো আপনার নম্বর? জেনে নিন

 

অ্যাপলের ইয়ারবাড 

প্রথমে Find My app-এ যেতে হবে। তার পর Devices সেকশন থেকে নিজের এয়ারপড  সিলেক্ট করতে হবে।

যে জিনিসটা হারিয়েছে তার ওপর নির্ভর করেই বেছে নিতে হবে লেফট, রাইট বা কেস অপশন।

অ্যাপেই দেখাবে ইয়ারবাডের শেষ লোকেশন।

এবার Play Sound ক্লিক করলে এয়ারপড থেকে শব্দ বেরোবে।

ইয়ার বাড যদি অনেক দূরে থাকে তাহলে  Get Directions-এ ক্লিক করতে হবে। এরপর অ্যাপল ম্যাপের লোকেশন দেখেই হারানো ইয়ারবাড খুঁজে পাওয়া যাবে।

ইয়ারবাড,Earbud,Technology,প্রযুক্তি,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

আরও পড়ুন: সবাই এত ‘Moye Moye’ করছে কেন? ৯৯ শতাংশ মানুষই জানেন শব্দ দুটির অর্থ

 

অন্য ব্র্যান্ডের ক্ষেত্রে

অন্য ব্র্যান্ডের ইয়ারবাড খুঁজতে গুগল প্লে স্টোর থেকে Find My Device অ্যাপ ডাউনলোড করে নিতে হবে ।

সেখান থেকে নিজের ইয়ারবাড সিলেক্ট করলে ম্যাপে তা কোথায় আছে, সেই লোকেশন দেখিয়ে দেবে।

Avatar

anita

X