নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় নিয়ম অনুযায়ী, দেশের যে কোনো বেসরকারি কোম্পানীতে চাকরি করলে বেতনের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ইপিএফ স্কিমে দিতে হয়। এরসাথে নিয়োগকর্তাও একই পরিমাণ অর্থ দিয়ে থাকেন এই পিএফ অ্যাকাউন্টে(PF Account)। যখন কোনো কর্মী ১৫-২০ বছর কাজ করার পর অবসর গ্রহণ করেন তখন তিনি এককালীন একটা মোটা টাকা হাতে পান। পাশাপাশি ৬০ বয়সে পৌঁছানোর পরে, EPFO তাকে পেনশনও দেয়।
অনেক সময় হঠাৎ করে বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়। এরকম পরিস্থিতিতে, পিএফ-এ টাকা খুব কাজে লাগতে পারে। তবে এই টাকা তুলতে চাইলেও অনেকেই জানেননা যে কীভাবে এই টাকা তোলা যায়। সেই বিষয়েই বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। জানিয়ে রাখি, বর্তমানের EPFO অনলাইনে PF-এ জমা করা টাকা তোলার সুবিধা দিয়েছে। গ্রাহকরা এখন খুব সহজে এবং খুব দ্রুত এই টাকা তুলতে পারবেন।
এক ঘন্টার মধ্যে ব্যাংকে টাকা আসবে : করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বেশিরভাগ কাজই অনলাইনে করার পরামর্শ দিয়েছিলো ভারত সরকার। সেই ধারা এখনও অব্যাহত। আগে অফলাইনে যে কাজ করতে ঘণ্টা খানেক লাগত আজ সেই একই কাজ অনলাইন মাধ্যমে মুহুর্তের মধ্যে হয়ে যায়। জানিয়ে রাখি ভারত সরকারের গৃহীত সিদ্ধান্তের অধীনে PF অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১ লাখ টাকাই তোলা যাবে।
আরও পড়ুন: সাধারণ মানুষের জন্য বড় পদক্ষেপ, স্বাস্থ্যসাথী কার্ডের নিয়মে বিরাট পরিবর্তন সরকারের
সকল চাকরিজীবীদের কাছে ভবিষ্যতের সঞ্চয় হল প্রভিডেন্ট ফান্ড (Provident Fund)। তবে জীবনের কখন কোন পরিস্থিতিতে টাকার প্রয়োজন পড়বে তা বলা যায়না। আর সেই প্রয়োজন যদি চিকিৎসাগত কারণে হয় তাহলে টাকার আশু প্রয়োজন হয় তা বলাই বাহুল্য। চলুন দেখে নিই কীভাবে PF এর টাকা উত্তোলন করবেন।
প্রথমে www.epfindia.gov.in ওয়েবসাইট খুলে হোম পেজে যান।
এখন উপরের কোণায় দেওয়া Online Advance Claim-এ ক্লিক করুন।
এর পর https://unifiedportalmem.epfindia.gov.in/memberinterface- এ ক্লিক করুন।
আপনি এই পৃষ্ঠায় দেওয়া অনলাইন পরিষেবাতে একটি অপশন দেখতে পাবেন এবং আপনি এখানে ফর্ম ৩১, ১৯, ১০ C এবং ১০ D দেখতে পাবেন।
এখন আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা প্রবেশ করে যাচাই করতে হবে।
তারপর আপনাকে Proceed for Online Claim এ ক্লিক করতে হবে।
পরবর্তী ধাপে ড্রপ ডাউন থেকে পিএফ অ্যাডভান্স নির্বাচন করুন (ফর্ম ৩১)।
এখানে আপনাকে টাকা তোলার কারণ বেছে নিতে হবে।
বাতিল চেকের স্ক্যান কপি আপলোড করুন উত্তোলনের পরিমাণ লিখুন এবং তারপর ঠিকানা লিখুন।
আধার লিঙ্ক করা মোবাইলে প্রাপ্ত ওটিপিটি পূরণ করুন।
এইভাবে, আপনার দাবি দায়ের হওয়ার কয়েক ঘন্টার মধ্যে, আপনার দাবিকৃত অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।