Pakistan

Moumita

১০০০ বছর পর কেমন দেখতে লাগবে পাকিস্তানকে! ভাইরাল ছবি দেখে শোরগোল নেটদুনিয়ায়

আজ আপনি কোথায় কেমনভাবে আছেন সেটা নিয়ে নিশ্চয় অবগত। তবে আজ থেকে ১০ বছর পর কেমন দেখতে হবেন সেটা কি জানেন? চেহারায় কতটা পরিবর্তন আসবে, পরিস্থিতি কতটা বদলাবে বা ১০০ বছর পর ভারতবর্ষকে কেমন দেখতে হবে সেসব জানেন কি? আপনি না জানলেও, (Artificial Intelligence) বা এআই কিন্তু সব জানে।

   

এই প্রশ্নগুলির উত্তর খোঁজা আপাতভাবে কঠিন লাগলেও এটির সাহয্যে সহজেই বলা যেতে পারে যে আগামী দিনে দুনিয়া কেমন হবে! এমনকি চোখেও দেখা যেতে পারে কেমন হবে আমাদের ভবিষ্যৎ। এই যেমন পাকিস্তান এখন দেওলিয়া হওয়ার দোরগোড়ায়। পাকিস্তানিরা তো জানেওনা তারা আর কতদিন সারভাইভ করবে!

এমনকি গোটা দুনিয়াও জানেনা পাকিস্তানের এই দুরাবস্থা কবে ঠিক হবে? তবে কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু একটা ধারণা করেছে। সে নিজের কল্পনাশক্তি ব্যবহার করে ছবি এঁকে দেখিয়ে দিয়েছে কেমন হবে আজ থেকে ১০০০ বছর পরের পাকিস্তান। বিশেষজ্ঞদের ধারণা, এখনই হাল না ধরলে পাকিস্তানের অবস্থা খুব খারাপ হবে।

Pakistan,Artificial Intelligence,Viral Photo,Social Media,পাকিস্তান,কৃত্রিম বুদ্ধিমত্তা,ভাইরাল ফোটো,সোশ্যাল মিডিয়া

তবে কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু সেটা বলছেনা। সে আবার অন্যরকম ছবি এঁকেছে। সেখানে দেখা যাচ্ছে, আগামী ১০০০ বছরের নতুন পাকিস্তান। কেমন হবে নতুন পাকিস্তানের মানুষ? কেমন হবে সেখানকার পরিস্থিতি। আর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেইসব ছবি। এক হাজার বছর পরেও বদলায়নি দেশটি।

Pakistan

ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে, যেভাবে তারা জামাকাপড় পরছেন তাতে ফ্যাশনে কিছু পরিবর্তন এসেছে। বলা চলে ভবিষ্যতের পাকিস্তানকে অনেকটাই সুন্দর রূপে দেখিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি করা ছবিতে দেখা যাচ্ছে, অনেকটাই উন্নত হয়েছে ভবিষ্যতের করাচি, ইসলামাবাদ, লাহোর।

Pakistan,Artificial Intelligence,Viral Photo,Social Media,পাকিস্তান,কৃত্রিম বুদ্ধিমত্তা,ভাইরাল ফোটো,সোশ্যাল মিডিয়া

বাড়ি-ঘরের কারুকার্য দেখে অবাক হবেন আপনিও। রাস্তাঘাট একেবারে চকচকে পরিষ্কার। শহরজুড়ে অত্যাধুনিক নকশার উঁচু উঁচু ইমারত দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও অদ্ভুত দেখতে বেশ কয়েকটি বাড়িও রয়েছে পাকিস্তানে। তবে অবাক করা বিষয় হল, পাকিস্তানের রাস্তার বালি। তবে কি ভবিষ্যতে পাকিস্তানকে গ্রাস করে ফেলবে মরুভূমি?