Howrah Bridge will be closed from Saturday see new route for traffic by kolkata police

শনিবার থেকেই বন্ধ হাওড়া ব্রিজ, কোন পথে চলবে গাড়ি? জানাল কলকাতা পুলিশ

পার্থ মান্নাঃ কর্মসূত্রে হোক বা ব্যক্তিগত প্রয়োজনে প্রতিদিন কলকাতা যাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ হাওড়া ব্রিজ ব্যবহার করেন। তবে আচমকাই জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে বন্ধ থাকবে হাওড়া ব্রিজ। হ্যাঁ একেবারেই ঠিক দেখছেন, শনিবার থেকেই বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাওড়া ব্রিজকে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বন্ধ থাকছে হাওড়া ব্রিজ

হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগ স্থাপন করেছে হাওড়া ব্রিজ। তবে জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ শনিবার থেকেই বন্ধ রাখা হচ্ছে হাওড়া ব্রিজ। কোনরকম যান চলাচল হবে না এই সময়। শনিবার রাত্রি ১১ঃ৩০ থেকে রবিবার ৪ টে বেজে ৩০ মিনিট পর্যন্ত কোন প্রকার গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। এমনকি হাটাবো কোথাও কেউ পার করতে পারবেন না হাওড়া ব্রিজ। এই মর্মে নির্দেশিকা বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ।

হাওড়া ব্রিজের বিকল্প পথ

১। ব্রিজ বন্ধ থাকলেও মানুষের যাতায়াত কিংবা গাড়ির চলাচল থেমে থাকবে না। তাহলে কোন পথে হাওড়া থেকে কলকাতা যাওয়া যাবে? সেই রুটের হদিশও দিয়েছে কলকাতা পুলিশ। শুনুন দেখে নেওয়া যাক বিকল্প রাস্তা গুলি।

২। স্ট্র্যান্ড রোড থেকে আসা উত্তরমুখী গাড়ি এমজি রোড ও স্ট্র্যান্ড ক্রসিং থেকে পোস্টে বা সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে পাঠিয়ে দেওয়া হবে। এরপর নিবেদিতা সেটাই দিয়ে ঘুরে যেতে হবে।

৩। এদিকে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে দক্ষিণমুখী গাড়িগুলিকে এমজি রোড থেকে ঘুরিয়ে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে হাওড়ার দিকে পাঠানো হবে।

৪। যদি কোনো গাড়ি ব্রাবোর্ন রোড দিয়ে যায় তাহলে স্ট্র্যান্ড রোড দিয়ে সেগুলি বিদ্যাসাগর সেতুর দিকে যেতে পারবে। একইভাবে দক্ষিণ বা পূর্ব কলকাতা থেকে আসা গাড়িও বিদ্যাসাগর সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

৫। যে সমস্ত যানবাহন পশ্চিম ও দক্ষিণ হাওড়ার দিক থেকে আসবে সেগুলোকে 27A পয়েন্টে বালি ব্রিজের দিকে এইচআইটি ব্রিজ, গোলাবাড়ি পুলিশ স্টেশন ক্রসিং, পিলখানা রোড ও জিটি রোডের দিকে পাঠিয়ে দেওয়া হবে।

৬। উত্তর হাওড়া থেকে আসা গাড়িগুলিকে 27A পয়েন্ট থেকে ঘুরিয়ে দ্বিতীয় হুগলি সেতুর দিকে পাঠিয়ে দেওয়া হবে। ফলে আরবি সেতু, ডিএম বাংলো, বার্ন স্ট্যান্ডার্ড কোং, ফোরশোর রোড ও কাজীপাড়া ক্রসিং দিয়ে গাড়ি চলাচল করবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X