Papiya Paul

হৃত্বিক নয়, ‘কহো না প্যায়ার হ্যায়’র হিরো ছিলেন শাহরুখ, বাদশার অফার ছিনিয়ে নিয়ে সুপারস্টার হন গ্রীক গড!

বলি(Bollywood) তারকা হৃত্বিককে(Hrithik Roshan) কে না চেনে না! গ্রীক গড নামে পরিচিত এই তারকার ফ্যান ফলোয়িং দূর্দান্ত। দীর্ঘ কেরিয়ারে কত মেয়ের যে চোখের ঘুম উড়িয়েছেন তার ইয়ত্তা নেই। এহেন তারকা সম্পর্কে কিছু গোপন কথা জানতে ইচ্ছুক কি? তাহলে চলুন জেনে নিই হৃত্বিক সম্পর্কিত অজানা কিছু তথ্য।

   

সাল ২০০০-এ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কহো না পেয়ার হ্যায়’র হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এখানে জানিয়ে রাখি, এই ছবির চিত্রনাট্যকার এবং পরিচালক ছিলেন তার বাবা রাকেশ রোশন। ছবিতে হৃত্বিকের বিপরীতে অভিনয় করেছিলেন আমিশা প্যাটেল। আর প্রথম ছবিতেই দারুন জনপ্রিয়তা কুড়িয়েছিল এই জুটি।

তবে জেনে অবাক হবেন যে, হৃত্বিক কিন্তু এই ছবির প্রথম পছন্দ ছিলেননা। একবার এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তার বাবা কখনোই তাকে লঞ্চ করতে চাননি। সেইসময় তিনি বড়ো বড়ো তারকাদের সাথে কাজ করছিলেন এবং হৃত্বিক প্রশিক্ষণ নেওয়ার জন্য এই ছবিতে সহায়ক হিসেবে কাজ করছিলেন।

হৃত্বিকের কথায়, ‘বাবা আমাকে বলতেন, ‘আমি তোমার জন্য ছবিটি বানাবো না, তুমি নিজেই করো।’ তাই স্ক্রিন টেস্ট দিচ্ছিলাম, কাজ খুঁজছিলাম। ফটো সেশনের জন্য আমার কাছে টাকা ছিল না। আমি ডাব্বু রত্নানিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি রোজগার শুরু করলে আমি তাকে টাকা দেব। এইসবের মধ্যে হঠাৎ করে কাজের অফার পাই।’

অভিনেতার মতে, তিনি যখন অন্যান্য পরিচালকের থেকে অফার পেতে লাগলেন তখন তার বাবার মনে হল, তবে কি নিজের ছেলেকে কাস্ট না করে তিনি ভুল করেছেন? এর সাথে অভিনেতা আরো জানান, ‘বাবা যখন এই ছবি নিয়ে বাকি লেখকদের সঙ্গে আলোচনা করছিলেন তখন আমিও উপস্থিত ছিলাম। সেখানে অনেকেরই মনে হচ্ছিল যে, এই ছবির জন্য একটা নতুন জুটি দরকার’।

আর তখনই মজার একটা কান্ড ঘটিয়েছিলেন হৃত্বিক। অভিনেতার কথায়, ‘আমি বলি, হ্যাঁ বাবা এই চরিত্রে আমি শাহরুখকে দেখতে চাইনা। উনি আগেও এরকম চরিত্র করেছেন।’ আর এই আলোচনার কয়েক সপ্তাহের মধ্যেই রাকেশ রোশন হৃত্বিককে জানান যে, ‘যদিও এটা আমার মাথায় ছিলনা। তবে আমি তোমাকে আমার ছবিতে নিচ্ছি’।