সাড়ে ৮ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গেল ১৭,১০০ কোটি টাকা। রবিবারই এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৮ সাল থেকে দেশে চালু রয়েছে এই ব্যবস্থা। ষষ্ঠ কিস্তির অংশ ছিল এই টাকা। একই সঙ্গে আগামী দিনে কৃষকদের সুবিধার জন্য বিশেষ তহবিল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ১ লক্ষ কোটি টাকার কৃষি পরিকাঠামো গড়ে তোলা হবে বলে তিনি জানিয়েছেন। এই ব্যবস্থার ফলে কৃষকরা আগের তুলনায় সহজে ঋণ পেতে পারবেন।