Srabanti Chatterjee

Moumita

‘আমি প্রতারিত হয়েছি’, দাবি শ্রাবন্তীর, ‘সবাই কি বোকা?’ চরম কটাক্ষ অভিনেত্রীকে

বিনোদন(Entertainment) জগতের মানুষদের নিয়ে চর্চা তো কম হয়না। স্বাভাবিকভাবেই মানুষ তাদের অভিনয় এবং রূপ মাধুর্য্য নিয়ে আলোচনা করেন। কিন্তু যদি কোনো অভিনেত্রীর ব্যক্তিগত জীবন তার পেশাদার জীবনের থেকে বেশি আলোচনায় থাকেন তিনি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Sranbanti Chatterjee)। নিত্যদিনই কোনো না কোনো কারণে ট্রোলারদের নিশানায় চলে আসেন তিনি।

   

আসলে তিনটে বিয়ের প্রসঙ্গ টেনে হামেশা ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হতে হয় তাকে। যদিও তিনি কখনোই এই বাকবিতণ্ডায় জড়াতে পছন্দ করেননা। তবে শনিবার রাতে আচমকাই ফেসবুকে শ্রাবন্তীর সাফাই! সোশ্যাল মিডিয়ায় জানালেন যে, তিনি নির্দোষ। সোশ্যাল মিডিয়ায় যা রটানো হচ্ছে তা মোটেও সত্যি নয়। তাকে নাকি ফাঁসানো হয়েছে।

শ্রাবন্তী লেখেন, ‘আমি জানতে পেরেছি আমার বিরুদ্ধে ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ সামনে এসেছে। বলা হয়েছে আমি অসৎ কাজে যুক্ত। আমি এমন কোনও কাজে জড়িত নই। পরিবর্তে আমি নিজেই আর্থিক প্রতারণার শিকার। দেশের আইন ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমি নিশ্চিত সত্যিটা সামনে আসবেই। ধন্যবাদ।’

আসলে ২০২০ সালের নভেম্বরে মধ্যমগ্রামের স্টার মলে ‘দ্য ফিটনেস এম্পায়ার’ নামে একটি জিম খুলেছিলেন শ্রাবন্তী। আনোয়ার, অভিষেক, সৌম্য নামের এই ৩ ব্যক্তির সাথে যৌথ উদ্যোগে জিম খুলেছিলেন তিনি। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারও করেছিলেন। উদ্বোধনের দিন হাজিরও ছিলেন। আর এবার সেই জিম নিয়েই বিতর্কে জড়ালেন অভিনেত্রী।

তবে চলতি বছর হোলির পর হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় সেই জিম। আর এতেই বিপাকে পড়েন জিম ট্রেনিরা। কারণ জিমে অ্যাডমিশনের সময় এক দফায় সাড়ে সাত হাজার টাকা লেগেছিল। এরপর জিমের পার্সোনাল ট্রেনারের ফি বাবদ আরও চার হাজার টাকা চোকাতে হয়েছিল জিমের ট্রেনিদের। এরপর অনেক চেষ্টাতেও জিম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেনি তারা।

এই ঘটনার পর মধ্যমগ্রাম থানায় অভিযোগও দায়ের করা হয়েছে বলে খবর। ঘটনা প্রসঙ্গে শ্রাবন্তী জানান,’দীর্ঘদিন আমি এই জিমের সঙ্গে যুক্ত নই। এটা ঠিক যখন খোলা হয়েছিল আমি ছিলাম। তবে অনেকদিন হল কোনও যোগাযোগ নেই আমার, কোনও আর্থিক লেনদেনও কেউ দেখাতে পারবে না’। তবে নায়িকার এই সাফাই দেখে সহানুভূতি তো দূর কটাক্ষের রোল উঠেছে নেটপাড়ায়। একজন লিখেছেন, ‘লোকজনকে কি বোকা ভাবেন?’