Arijit

পাকিস্তানকে প্রাধান্য দিয়ে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি, বাদ ভারতীয়রা

সদ্য শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। প্রায় প্রত্যেক দল থেকে কোন না কোন ক্রিকেটারকে নিয়ে বিশ্বকাপের সেরা একাদশ তৈরি করেছে আইসিসি। তবে আইসিসির সেরা একাদশে কোন ভারতীয় ক্রিকেটার ঠাঁই পায় নি।

   

আইসিসির এই দলে অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। পাকিস্তান থেকে শুধুমাত্র তিনিই সুযোগ পেয়েছেন। পুরো টুর্নামেন্ট জুড়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করা শাহীন শাহ আফ্রিদিকেও দলে নেওয়া হয় নি।

এক নজরে দেখে নেওয়া যাক আইসিসির পছন্দের সেরা বিশ্বকাপ একাদশ:-
ডেভিড ওয়ার্নার, জশ বাটলার, বাবর আজম, চরিত আসলঙ্কা, এডেন মার্করম, মঈন আলি, ওয়ানিন্দু হাসরঞ্জ, অ্যাডাম জাম্পা, জশ হেজেলহুড, ট্রেন্ট বোল্ট, অনরিখ নখিজা।
দ্বাদশ ব্যক্তি হিসেবে নেওয়া হয়েছে শাহীন আফ্রিদিকে।