Arijit

কে হবেন বছরের সেরা ওয়ানডে ক্রিকেটার! জোর টক্কর এই চার ক্রিকেটারের মধ্যে

2021 সালে সারা বছরের পারফরমেন্সের উপর ভিত্তি করে বছরের সেরা ওডিআই ক্রিকেটার বেছে নেবে আইসিসি। ইতিমধ্যেই 4 জন ক্রিকেটারের নাম মনোনীত করা হয়েছে আইসিসির তরফ থেকে। তবে দুঃখের বিষয় এই তালিকায় নেই কোন ভারতীয় ক্রিকেটার। সেই সঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের কোন ক্রিকেটারও নেই এই তালিকায়।

   

এক নজরে দেখে নেওয়া যাক আইসিসি মনোনীত চারজন ওয়ানডে ক্রিকেটার কারা:

শাকিব আল হাসান:- বছরের সেরা ওয়ানডে ক্রিকেটারের তালিকায় মনোনীত হয়েছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। এই বছর ব্যাট হাতে ন’টি ম্যাচ খেলে 277 রান সংগ্রহ করেছেন সাকিব আল হাসান, দুটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। এছাড়াও বল হাতে নিয়েছেন 17 টি উইকেট।

বাবর আজম:- বছরের সেরা ওয়ানডে ক্রিকেটারের লড়াইয়ে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এই বছর ব্যাট হাতে ছ’টি ম্যাচ খেলে 405 রান সংগ্রহ করেছেন বাবর আজম, দুটি সেঞ্চুরি রয়েছে তার।

জানেমন মালান:- শাকিব আল হাসান, বাবর আজমকে কড়া টক্কর দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার জানেমন মালান। এই বছর ব্যাট হাতে আট’টি ম্যাচ খেলে 509 রান সংগ্রহ করেছেন জানেমন মালান, দুটি সেঞ্চুরি রয়েছে তার।

পল স্টার্লিং:- বছরের সেরা ওয়ানডে ক্রিকেটার হওয়ার জন্য লড়াই চালাবেন আয়ারল্যান্ডের এই তারকা ব্যাটসম্যান। 2021 সালে ব্যাট হাতে 14 টি একদিনের ম্যাচ খেলে 705 রান সংগ্রহ করেছেন বাবর আজম। তিনটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি করেছেন পল স্টার্লিং।