Arijit

বিশ্বের সেরা অলরাউন্ডার জাডেজা, ব্যাপক উত্থান অশ্বিন, কোহলি, পন্থের

শ্রীলংকার বিরুদ্ধে মোহালিতে প্রথম টেস্ট ম্যাচে ব্যাটে- বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। 175 রানের অপরাজিত ইনিংস খেলার পর বল হাতে দুটি ইনিংস মিলিয়ে নিয়েছিলেন 9 টি উইকেট। এই ভালো পারফরম্যান্স এর দাম পেলেন জাদেজা। সদ্য প্রকাশিত আইসিসির ক্রম তালিকায় এক নম্বর অলরাউন্ডারের স্থান ছিনিয়ে নিলেন জাদেজা।

   

404 পয়েন্ট নিয়ে দু’ধাপ ওপরে উঠে আইসিসি ক্রম তালিকায় সেরা অলরাউন্ডার হলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এছাড়াও আইসিসির অলরাউন্ডারের ক্রম তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন ভারতীয় দলে জাদেজার সতীর্থ রবীচন্দ্রন অশ্বিন। শ্রীলঙ্কার বিরুদ্ধে 61 রান করার পরে বল হাতে 6 উইকেট নিয়েছেন অশ্বিন। অশ্বিনের সংগ্রহ 347 পয়েন্ট।

ব্যাটসম্যানদের ক্রম তালিকায় ব্যাপক উত্থান হয়েছে বিরাট কোহলির। শততম টেস্ট খেলতে নেমে 45 রানের ইনিংস খেললেও ক্রম তালিকায় দু-ধাপ ওপরে উঠে পাঁচ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। কোহলির পরেই রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দশে ঢুকেছেন উইকেটরক্ষক ঋষভ পন্থ।
টেস্টের বোলারদের তালিকাতে দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বিন। শীর্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তালিকায় রয়েছেন আরও এক ভারতীয়। দশম স্থানে রয়েছেন পেসার জশপ্রীত বুমরা।