Arijit

টি-২০ র‌্যাঙ্কিংয়ে প্রথম দশের বাইরে কোহলি-রোহিত, বড় উত্থান শ্রেয়সের

টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর শ্রীলঙ্কাকেও হোয়াইটওয়াশ করেছে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ঘরের মাঠে পরপর দু’টি টি-টোয়েন্টি সিরিজ জিতল। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও আইসিসি টিটিয়েন্টি র্যাঙ্কিংয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির বড় পতন ঘটল।

   

টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের তালিকায় প্রথম দশ থেকে বেরিয়ে গেলেন বিরাট কোহলী। পতন হয়েছে রোহিত শর্মারও। তবে বিরাট রোহিতের পতন হলেও বড় উত্থান হয়েছে শ্রেয়স আইয়ারের। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনটি ম্যাচেই অর্ধশতরান করেছেন তিনি। যার ফলে পেলেন বিশ্ব টিটিয়েন্টি র্যাঙ্কিংয়ে।

বিশ্ব টিটিয়েন্টি র্যাঙ্কিংয়ে 15 নম্বরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। রোহিত রয়েছেন 13 তম স্থানে, তবে দু’ধাপ নীচে নেমেছেন তিনিও। প্রথম দশে থাকা একমাত্র ভারতীয় ব্যাটার কেএল রাহুল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টিটিয়েন্টি সিরিজে তিনটি ম্যাচে 204 রান করে 27 ধাপ উঠে এখন তিনি 18 নম্বরে রয়েছেন শ্রেয়স আইয়ার।