Arijit

লর্ডস টেস্ট শুরুর আগেই কোহলিকে পিছনে ফেললেন রুট, ব্যাপক উন্নতি বুমরাহ-অশ্বিনের

দীর্ঘ কয়েক মাস ধরে লাগাতার খারাপ পারফরম্যান্স হয়ে চলেছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। 2019 সালের পর থেকে এখনও পর্যন্ত একটিও সেঞ্চুরি আসেনি কোহলির ব্যাটে। যার জেরে এবার বিপাকে পড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। লর্ডস টেস্ট শুরুর আগেই খারাপ খবর কোহলির জন্য। সদ্য প্রকাশিত আইসিসির ক্রম তালিকায় ফের একধাপ নেমে গেলেন কোহলি। বিরাটকে টপকে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। সদ্য প্রকাশিত আইসিসির ক্রম তালিকায় অনুযায়ী বিরাট কোহলির স্থান পঞ্চম। অপরদিকে বিরাট কোহলিকে টপকে চার নম্বরে চলে গেলেন জো রুট।

   

নাটিংহ্যামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে চূড়ান্ত ফ্লপ হয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। জিমি আন্ডারসনের প্রথম বলেই গোল্ডেন ডাক হয় কোহলি। অপরদিকে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। প্রথম ইনিংসে 64 এবং দ্বিতীয় ইনিংসে 109 রান করেন রুট।

এই পারফরম্যান্সের জেরে একলাফে 49 রেটিং পয়েন্ট নিয়ে তিনি টপকে গেলেন বিরাট কোহলিকে। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছেন রুট, পঞ্চম স্থানে বিরাট কোহলি। এছাড়াও সবার শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে স্টিভ স্মিথ ও লাবুশনে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে 9 উইকেট নেওয়ার ফল পেল বুমরাহ। ক্রমতালিকা প্রথম দশে ঢুকে পড়লেন তিনি। বর্তমানে বুমরাহর স্থান ন’নম্বরে। বোলারদের ক্রমতালিকায় শীর্ষে প্যাট কমিন্স এবং দ্বিতীয় স্থানে ভারতের রবিচন্দ্রন অশ্বিন।