Arijit

আইসিসি বিশ্বর‍্যাঙ্কিংয়ের সিংহাসনে দুই ভারতীয় বাঘিনী, উভয় ফরম্যাটেই দাপট ভারতীয়দের

সদ্য প্রকাশিত হয়েছে মহিলাদের আইসিসি রাঙ্কিং। আর এই তালিকায় দাপট অব্যাহত ভারতীয় ক্রিকেটারদের।  ব্যাটসম্যানদের তালিকার এক নম্বর স্থান থেকে সরানো গেল না ভারতীয় ক্রিকেটারদের। ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই শীর্ষ স্থান দখল করে রাখল ভারতীয়রা। সদ্য প্রকাশিত আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী মহিলা ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বর ব্যাটসম্যান ভারতের মিতালি রাজ। অপরদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে এক নম্বর ব্যাটসম্যান ভারতে তরুণ তুর্কি শেফালী ভার্মা।

   

ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় মিতালি রাজ ছাড়া আর মাত্র একজন ভারতীয় ব্যাটসম্যান নিজের স্থান ধরে রাখতে পেরেছেন প্রথম দশে। তিনি হলেন ভারত ওপেনার স্মৃতি মন্ধনা। ওয়ানডে রাঙ্কিংয়ে নবম স্থানে রয়েছেন তিনি। অপরদিকে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকাতেও নিজের স্থান বজায় রেখেছেন স্মৃতি মন্ধনা, তিনি রয়েছেন তিন নম্বরে। স্মৃতি মন্ধনায় একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই প্রথম দশে স্থান করে নিয়েছেন।

ওয়ানডেতে বোলারদের তালিকায় 5 নম্বরে রয়েছেন ঝুলন গোস্বামী এবং 9 নম্বরে রয়েছেন পুণম যাদব। অপরদিকে টি-টোয়েন্টিতে বোলারদের প্রথম দশে ছ’নম্বরে স্থান করে নিয়েছেন দীপ্তি শর্মা এবং 8 নম্বরে রয়েছেন পুণম যাদব।

অপরদিকে ভারতের একমাত্র অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টি এবং ওয়ানডে উভয় ফরম্যাটেই জায়গা করে নিয়েছেন দীপ্তি শর্মা। টি-২০ তে দীপ্তির স্থান চার নম্বরে এবং ওয়ানডেতে দীপ্তির স্থান পাঁচ নম্বরে।