নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘ইচ্ছে পুতুল’ (Iccheputul)। এখন এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়েই থাকছে টানটান উত্তেজনা। তাই এই সিরিয়াল থেকে এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারছে না দর্শক। ধারাবাহিকের নায়িকা মেঘের (Megh) দুর্দান্ত অভিনয় শুরু থেকেই দারুন প্রশংসা পাচ্ছে দর্শকমহলে। বিশেষ করে মুখচোরা মেঘ যেভাবে প্রতিবাদী হয়ে উঠেছে সেই বিষয়টাই এখন দারুন পছন্দ দর্শকদের।
সিরিয়ালের শুরু থেকেই মেঘ নিজের দিদি ময়ূরীর কাছে ব্যাপকভাবে অত্যাচারিত। মেঘকে ফাঁসাতে একাধিক ষড়যন্ত্র করেছে ময়ূরী। এই ময়ূরীর চক্রান্তেই একসময় মেঘকে ভুল বুঝেছে তার শ্বশুরবাড়ির লোকজনও। এইভাবে সকলের কাছে অপমানিত অবহেলিত হতে হতে একসময় দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল মেঘের। তাই সে বুঝতে পেরেছে এই ভাবে মুখ বুজে অন্যায় অপমান সহ্য করার দিন শেষ।
তাই পর্দায় মুখচোরা মেঘ এখন হয়ে উঠেছে দারুন প্রতিবাদী।বিশেষ করে মেঘ তার সাথে হওয়ার সমস্ত অপমানের জবাব দিয়ে যেভাবে গাঙ্গুলী বাড়ির সমস্ত সদস্যকে উচিত শিক্ষা দিয়েছে তা দারুন প্রশংসা পেয়েছে দর্শক মহলে। গতপর্বেই দেখা গিয়েছে মেঘকে কায়দা করে গাঙ্গুলী বাড়িতে নিয়ে এসেছিল নীল। তখন নীলের মা মীনাক্ষী গাঙ্গুলি নিজের সমস্ত ভুল স্বীকার করে নিয়ে মেঘকে বরণ করে ঘরে তুলতে চেয়েছিলেন।
কিন্তু মেঘ স্পষ্ট জানিয়ে দিয়েছিল এত তাড়াতাড়ি সে তার সাথে হওয়া সমস্ত অপমানের কথা ভুলে যেতে পারবে না। আগামী পর্বে দেখা যাবে মেঘ নীলের জীবনে ফিরতে রাজি না হলেও রূপকে শাস্তি দিতে আদালতে গিনির পাশে দাঁড়াবে মেঘ। আগামী পর্বে দেখা যাবে কোর্টের বাইরে দাঁড়িয়ে রয়েছে গিনি আর মেঘ।
প্রথমে পুরনো ঘটনার কথা মনে পড়ে যাওয়ায় গিনির চোখে মুখে স্পষ্ট হয়ে ওঠে ভয় আর যন্ত্রণার ছাপ। কিন্তু তখন মেঘ গিনিকে সাহস যুগিয়ে বলে অন্যায়ের মোকাবিলা করতে গেলে শক্ত হতে হবে। তখন মেঘের কথায় ভরসা পায় গিনি। এরপরেই সেখানে আসে লম্পট রূপ আর তার মা শালিনী। তারা এসে গিনির সামনে দাঁড়াতেই গিনি তাদের চোখে চোখ রেখে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। গিনির এমন রুপ দেখে বেশ অবাক হয়ে যায় রুপ আর শালিনী।