Papiya Paul

‘বেশি বাড়াবাড়ি ভালো নয়’, বাদাম কাকুর অতিরিক্ত জনপ্রিয়তাকে রানু মন্ডলের সাথে তুলনা নেটিজেনদের

বাদাম কাকুর জনপ্রিয়তা এখন তুঙ্গে। শুধু বাংলাতেই নয়, বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছেন বাদাম কাকুর সেই ‘কাঁচা বাদাম’ গান। শুধু বাংলার সেলিব্রিটিরা নয়, বিশ্বের তাবড় তাবড় সেলিব্রিটিদের এই গানের তালে নাচতে দেখা গিয়েছে। নিজের জনপ্রিয়তা বাড়তে যেন মাটিতে পা পড়ছে না বাদাম কাকুর। অন্তত এমনটাই মনে করছেন নেটিজেনদের একাংশ।

   

কাঁচা বাদাম গান এই মুহূর্তে শোনেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া একপ্রকার বিরল। মুহুর্তের মধ্যে একটি ভিডিও থেকে সেই গান যে জনপ্রিয়তা পেয়েছে তা সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়। ফেসবুক থেকে ইউটিউব, ইনস্টাগ্রাম সর্বত্রই বাজে কাঁচা বাদাম গান। এমনকি পাড়ার অনুষ্ঠানেও কাঁচা বাদাম গান ছাড়া যেন চলছেই না। বাদাম কাকুর গানের সাথে বেশ কিছু রিমেক গান অনেকগুলো ভাষাতেই তৈরি হয়ে গিয়েছে।

আর এই গানের মাধ্যমেই বেশ ভালো জায়গা করে নিয়েছেন তিনি। কয়েকদিন আগে দাদাগিরিতে গিয়ে মঞ্চ মাতিয়েছিলেন তিনি। এর সাথেই পাঁচতারা হোটেলে বাংলার সেলিব্রিটিদের সঙ্গে কোমর দুলিয়ে নাচতেও ভোলেননি ভুবন বাবু। যদিও এই জনপ্রিয়তাকে টিকিয়ে রাখা নিয়ে এখন উঠছে প্রশ্ন। কারণ এর আগে রানু মন্ডলের ক্ষেত্রে রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার পর নিজের দোষেই শেষ পর্যন্ত হারিয়ে গিয়েছেন তিনি।

আর এবার অনেকেই মনে করছেন ভুবনবাবুর ক্ষেত্রেও সেই ঘটনা ঘটতে পারে। কারণ তিনি বীরভূমের একটি অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে তিনি আর বাদাম বেচবেন না। নিজের জনপ্রিয়তা বাড়ার পরে তার পুরনো পেশাকে তিনি ছেড়ে দিয়ে বর্তমানে গায়ক হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। নিন্দুকেরা কিন্তু আবার তার এই প্রয়াসকে অন্য চোখে দেখছে!