Papiya Paul

ইসলামাবাদে প্রথম হিন্দু মন্দির তৈরি করার কথা ঘোষণা করলেন ইমরান খান

বহুদিন ধরেই ইসলামাবাদী মন্দির নির্মাণের কথা নিয়ে বিতর্ক হচ্ছিল। অবশেষে সমালোচনার সম্মুখে মাথা নত করতে হল ইমরান খানকে। পাকিস্তান সরকার মন্দিরের জন্য জমি দিতে প্রস্তুত হয়েছেন। এর আগে পাকিস্তান মৌলবাদীদের সামনে আত্মসমর্পণ করে মন্দিরের জন্য জমি দেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু এবার নিজের নির্দেশ পাল্টে দিল পাকিস্তান সরকার।

   

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইসলামাবাদে মন্দির তৈরি করার জন্য এবং শ্মশান তৈরি করার জন্য ৫ একর জমি বরাদ্দ করা হয়েছিল ২০১৬ সালে। বহুদিন ধরে এই বিষয়টি নিয়ে জলঘোলা হচ্ছিল। অবশেষে হিন্দুদের জয় হলো। মৌলবাদীদের হুমকি উপেক্ষা করে অবশেষে পাকিস্তান সরকার হিন্দুদের জন্য জমি দিতে রাজি হয়েছেন।

গত বছর জুলাই মাসে মৌলবাদী ইসলামিক সংগঠনগুলি হিন্দু মন্দির তৈরি করা নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। মৌলবাদের সামনে সবসময় পাকিস্তান সরকার মাথা নিচু করে দেয়, যার ফলে ইসলামাবাদে হিন্দুদের মন্দির তৈরি করার ব্যাপারে অনেক বাধা বিপত্তি আসছিল।

 

প্রসঙ্গত, চলতি বছর পর্যন্ত ইসলামাবাদী হিন্দুদের জন্য কোনরকম মন্দির অথবা শ্মশানের ব্যবস্থা ছিলনা। হিন্দু সম্প্রদায়ের মানুষদের মরদেহ নিয়ে যেতে হতো বহুদূর। ভীষণভাবে সমস্যার মুখে পড়তে হতো তাদের। এর অবস্থায় পাকিস্থানে উপস্থিত হিন্দুরা একটি শ্মশান এবং মন্দির তৈরি করার জন্য আবেদন জানায় পাক সরকারের কাছে। কিন্তু মৌলবাদীদের জন্য সেই প্রকল্প এতদিন আটকে ছিল। অবশেষে পাকিস্তান সরকার হিন্দুদের আবেদন মেনে নিয়ে মন্দির এবং শ্মশান তৈরি করার জন্য জমি বরাদ্দ করার কথা ঘোষণা করে দেন।