বিনোদন,বাংলা ধারাবাহিক,টিআরপি,মিঠাই,গাঁটছড়া,ধুলোকণা,আলতা ফড়িং,গৌরী এলো,খেলনা বাড়ি,Entertainment,Tollywood,Bengali Serial,TRP,Mithai,Gatchora,Alta Faring,Gouri Elo,Khelna Bari

Moumita

‘টিআরপি’র লড়াইয়ে আবারও পিছিয়ে গেলো ‘মিঠাই’! ‘গাঁটছড়া’ নাকি ‘ধূলোকণা’ বাংলার সেরা কে?

বাংলা ধারাবাহিক গুলির মধ্যে হামেশাই টিআরপির রেসারেসি লেগেই থাকে। আর দর্শক ধরে রাখতে নির্মাতারা খোঁজেন নতুন নতুন টুইস্ট‌। প্রতি সপ্তাহেই টিআরপি’র এই রেসে কেউ আগায় তো কেউ পিছিয়ে যায়। কে কাকে টেক্কা দেবে তা জানতে উদগ্রীব হয়ে থাকে অনুরাগীরাও। প্রসঙ্গত টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। এটা না দেখলে হয়তো অনেকেরই সন্ধে জমে না। তবে দিন দিন যেন এই ধারাবাহিকের টিআরপি কমতে থাকছে। দর্শকরা প্রাণভরে ভালোবাসা দিলেও প্রথমস্থান ফসকে গেলো এসপ্তাহতেও। এবারও তাকে টক্কর দিয়ে এক নম্বরে পৌঁছে গেছে খড়ি-ঋদ্ধির গাঁটছড়া।

   

ফের সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া। এই মুহূর্তে গাঁটছড়া পরিবারের পকেটে রয়েছে ৮.১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে মিঠাই রানির মোদক পরিবার। তাদের সংগ্রহে ৮.০ পয়েন্ট। বোঝাই যাচ্ছে খড়ি-ঋদ্ধির টানটান কেমিস্ট্রি দর্শকদের মন জয় করে নিয়েছে। দর্শকদের অন্যতম জনপ্রিয় জুটি ঋদ্ধি খড়ি, এই জুটির ঝগড়া খুনসুটি সকলে বেশ উপভোগ করলেও মাঝেসাজে এই জুটির মধ্যে প্রেম দেখতে চান দর্শকেরা। আর ঋদ্ধির প্রেমিকসত্বা বাইরে আসতেই কলরব শুরু অনুরাগীদের মধ্যে।

এছাড়াও অন্যতম জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ধুলোকণা’ বেশ কিছুটা পিছিয়ে পড়েছে মিঠাইয়ের থেকে। চলতি সপ্তাহে তৃতীয় ও চতুর্থস্থানে রয়েছে যথাক্রমে স্টার জলসার ‘ধুলোকণা’ (৭.৭) এবং আলতা ফড়িং (৭.৫)। ‘গৌরী এলো’ ৭.৪ পয়েন্ট সহ পঞ্চমস্থান অধিকার করেছে। তবে সেরা পাঁচে আসতে পারেনি ‘মন ফাগুন’।

প্রসঙ্গত এই সপ্তাহের টিআরপি রিপোর্ট অনুযায়ী সদ্য শুরু হওয়া ‘খেলনা বাড়ি’ উঠে এসেছে প্রথম দশের তালিকায়। ‘বড়লোক নায়ক, গরিব নায়িকা’র গল্প নিয়ে সমালোচনার ঝড় উঠলেও, এই ধারাবাহিক যে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে তা প্রথম দশের তালিকায় ‘খেলনা বাড়ি’র নাম দেখলেই বোঝা যায়। এদিকে মিতুল-ইন্দ্রজিতের প্রেমের কাছে পাত্তা পায়নি ‘বৌমা একঘর’।

প্রথম- গাঁটছড়া (৮.১)

দ্বিতীয়- মিঠাই (৮.০)

তৃতীয়- ধূলোকণা (৭.৭)

চতুর্থ- আলতা ফড়িং (৭.৫)

পঞ্চম- গৌরী এলো (৭.৪)

ষষ্ঠ- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.১)

সপ্তম- মন ফাগুন (৬.৬)

অষ্টম- অনুরাগের ছোঁয়া (৬.৪)

নবম- উমা (৫.৯)

আয় তবে সহচরী (৫.৯)

দশম- এই পথ যদি না শেষ হয় (৫.৭)

খেলনা বাড়ি (৫.৭)