Papiya Paul

এক লাফে ট্রেনের ভাড়া ৩ গুণ, মাথায় হাত নিত্যযাত্রীদের

প্রায় সাড়ে পাঁচ মাস পর রবিবার থেকে শুরু হয়েছে লোকাল ট্রেন চলাচল। এতদিন শুধু মাত্র পেট্রোল স্পেশাল ট্রেন চলাচল করত। যদিও এই ট্রেনে উঠে পরতেন নিত্যযাত্রী থেকে শুরু করে সরকারি কর্মচারী সকলেই। বাসের খরচ বহন করা সম্ভব নয় বলেই ট্রেনে যাতায়াত করার এই সুযোগ হাতছাড়া করেননি কেউ। তবে এবার পূর্ণরূপে ট্রেন চলাচল শুরু হতে চলেছে।

   

কিন্তু ট্রেন চলাচল শুরু হতে না হতেই একদিকে যেমন মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় এসেছে তেমনি অন্যদিকে ট্রেনের ভাড়া দেখে আঁতকে উঠেছেন সাধারণ মানুষ। সোমবার থেকে ট্রেনে উঠলেই গুনতে হবে তিনগুণ ভাড়া। বর্ধমান থেকে রামপুরহাট অথবা আসানসোল পর্যন্ত ট্রেনের ভাড়া ৩ গুণ বেড়ে গেছে বলে অভিযোগ জানান সাধারণ যাত্রীরা।

কেন এমন হলো? বর্ধমান স্টেশনের ম্যানেজার স্বপন অধিকারী জানিয়েছেন, যাতে কম সাধারণ মানুষ ট্রেনে যাতায়াত করতে পারেন, তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনের ভাড়া বেড়ে গেলে কিছুটা হলেও মানুষ কমে যাবে।অন্যদিকে সাধারণ যাত্রীরা জানাচ্ছেন, বর্ধমান থেকে গুসকরা পর্যন্ত যেখানে ট্রেনের ভাড়া ছিল ১০ টাকা সেখানে সোমবার লাফিয়ে ট্রেনের ভাড়া বেড়ে গেছে ৩০ টাকায়। ঠিক তেমনই বর্ধমান থেকে বোলপুর পর্যন্ত ভাড়া ১৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকা, যার ফলে চরম সমস্যার মুখে পড়েছেন সাধারণ যাত্রীরা।

তবে বর্ধমান হাওড়া মেন এবং কর্ড শাখায় ট্রেনের ভাড়া অপরিবর্তিত থাকবে। স্বপন বাবু কথায়,” যে রেল শাখায় মেল লাইন ইলেকট্রনিক মাল্টিপল ইউনিট ট্রেন চলে, সেখানে ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। কিন্তু যে শাখায় ইএমইউ ট্রেন চলে, সেখানে ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে। সাধারণ নিয়ম অনুযায়ী রেলের ভাড়া এক বছরের জন্য ঠিক করা হয়, তবে এখনও তেমন কোন নির্দেশিকা জারি হয়নি”।