Arijit

৭৮ রানে অলআউট! লিডসে ১২৬ বছর পর ‘বিরল নজির’ তৈরি করল টিম ইন্ডিয়া

লিডসে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। এই টেস্ট ম্যাচে মুখ থুবড়ে পড়ল বিরাট কোহলিরা। ইনিংস এবং 78 রানের বিরাট ব্যবধানে ইংল্যান্ডের কাছে হারল ভারত। আর এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালো ইংল্যান্ড। লিডসে তৃতীয় টেস্টে একাধিক নজির গড়েছে ভারতীয় দল। চতুর্থ দিনে তেমনি এক নজির গড়ল টিম ইন্ডিয়া, যা ক্রিকেটের ইতিহাসে খুবই বিরল। এমন ঘটনা টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র একবারই ঘটেছিল, তাও সেটা 126 বছর আগে, যখন ভারতীয় দল টেস্ট ক্রিকেট খেলত না। ফের সেই স্মৃতি ফিরিয়ে আনলেন বিরাট কোহলিরা।

   

তৃতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র 78 রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে পূজারার 91 রানে ভর করে ভারত তুলেছিল 278 রান অর্থাৎ প্রথম ইনিংসের 78 রানের আগে শুধু মাত্র 2 যুক্ত হয়েছিল।

এমনই নজির ঘটেছিল 1895 সালে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচে। সেই ম্যাচে প্রথম ইনিংসে মাত্র 75 রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় ইনিংসে দারুন পারফরম্যান্স করে ইংল্যান্ড। 475 রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছিল ইংরেজরা। অর্থাৎ ইংল্যান্ডের দুটি ইনিংসের শেষ দুটি সংখ্যায় একই। শুধু দ্বিতীয় ইনিংসে 75 এর আগে 4 যুক্ত হয়েছিল। উল্লেখ্য, সেই টেস্ট অবশ্য জিতেছিল ইংল্যান্ড তবে লিডস টেস্টে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া।